TRENDING:

Radish Cultivation: লাল টুকটুকে, খেতেও সুস্বাদু! বাড়িতেই এই মুলোর চাষ করে প্রচুর উপার্জন করুন

Last Updated:

Radish Cultivation: এই মুলোর বাজারের দাম ৫০ থেকে ৬০ টাকা কেজি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: দেখতে লাল টকটকে, আর খেতেও ভারী টেস্টি। কীভাবে হয় এই কালপিন মুলোর চাষ, জানেন কি? শীত আসতেই উত্তর দিনাজপুরে শুরু হয়েছে কালপিন মুলোর চাষ। এই কালপিন মুলোর চাষ শুরু করেছেন কৃষক নস্কর দেবশর্মার।
advertisement

লাল টকটকে খেতে ভারি টেস্টি এই কালপিন মুলো। কৃষক নস্কর দেবশর্মা জানান, ‘‘এই মুলো চাষের জন্য প্রয়োজন মাঝারি বা নিচু জমি। সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটি এই মুলোচাষের জন্য উপযুক্ত। এঁটেল মাটিতে মুলোর বৃদ্ধি কম হয়।এই কালপিন মুলোর বীজ সাধারণত, আশ্বিন থেকে কার্তিক মাসের মধ্যেই বপন করা হয়।সাধারণত প্রতি একর জমিতে এই কালপিন মুলো চাষের জন্য ২ থেকে ৪ কেজি বীজের প্রয়োজন হয়। বীজ বপনের আগে প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম থিরাম দিয়ে বীজ শোধন করুন।

advertisement

আরও পড়ুন : ডায়াবেটিস আছে? কোলেস্টেরল কমিয়ে হার্ট ভাল রাখতে রান্না করুন এই তেলে

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

এই কালপিন মুলোর অধিক ফলনের জন্য গোবর বা আবর্জনা পচা সার তৈরি করে জমিতে দিতে হবে |অন্যান্য মুলোর তুলনায় এই মুলো খেতে যেমন টেস্টি এর দামও তাই বাজারে একটু বেশি। এই মুলোগুলোর বাজারদর ৫০ থেকে ৬০ টাকা কেজি। উল্লেখ্য শীতকালীন ফসল হিসেবে মুলো খুব জনপ্রিয় একটি সবজি। মুলো হজমে সাহায্য করে। স্যালাড হিসেবে কিংবা শীতকালীন সবজির মধ্যে মুলো দিয়ে রান্না করা হয়। তাই বাড়িতে ফাঁকা জায়গা থাকলে এবার এই পদ্ধতি মেনে করুন কালপিন মুলো চাষ।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Radish Cultivation: লাল টুকটুকে, খেতেও সুস্বাদু! বাড়িতেই এই মুলোর চাষ করে প্রচুর উপার্জন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল