TRENDING:

পুজোয় এবার পাটের ব্যাগ, গয়না, কাপড়! সিটি সেন্টার ২-তে শুরু হল জুট ফেয়ার, কতদিন চলবে দেখুন

Last Updated:

জুট ফেয়ার শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে। সিটি সেন্টার ২-তে প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পাটজাত পণ্যের সম্ভার নিয়ে হাজির থাকছেন শিল্পীরা। চলছে কেনাকাটা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতার সিটি সেন্টার ২-তে শুরু হল জুট ফেয়ার। পুজোর মুখে ন্যাশনাল জুট বোর্ড (National Jute Board (NJB) আয়োজিত এই মেলা হয়ে উঠেছে স্থানীয় গ্রাহক এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দেশের বিভিন্ন এলাকার পাটজাত পণ্য তৈরির কারিগররা এই মেলায় অংশ নিয়েছেন।
সিটি সেন্টার ২-তে শুরু হল জুট ফেয়ার, কতদিন চলবে দেখুন
সিটি সেন্টার ২-তে শুরু হল জুট ফেয়ার, কতদিন চলবে দেখুন
advertisement

জুট ফেয়ার শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে। সিটি সেন্টার ২-তে প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পাটজাত পণ্যের সম্ভার নিয়ে হাজির থাকছেন শিল্পীরা। চলছে কেনাকাটা। মেলার উদ্বোধন করেন জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী।

আরও পড়ুন– প্ল্যাটফর্মে ব্যাগ হাতে দাঁড়িয়েছিল ২ যুবক, তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ জিআরপির

advertisement

পশ্চিমবঙ্গ তো বটেই, উত্তর প্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের শিল্পী, কারিগর এবং ক্ষুদ্র জুট উদ্যোক্তারা মেলায় উপস্থিত থাকছেন। বিক্রি হচ্ছে পাটের ব্যাগ, গয়না, খেলনা, উপহার সামগ্রী, জুট ওয়াল হ্যাঙ্গিংস, হোম টেক্সটাইল এমনকী, পাটের তৈরি জুতোও।

‘বস্তা’ থেকে শুরু করে ‘ভোগ্যপণ্য’, পাটের যাত্রাপথ সুদীর্ঘ। চড়াই-উৎরাইয়ে ভরা। বর্তমানে বাজার দখল করেছে প্লাস্টিক। সস্তা এবং হালকা। কিন্তু পরিবেশের বারোটা বাজছে। এই জায়গাতেই ভরসা যোগাচ্ছে পরিবেশবান্ধব পাট। মূল স্রোতে ফিরছে পাটজাত দ্রব্য।

advertisement

আরও পড়ুন– এক সময় ভেঙেছিলেন দুই ক্রিকেটারের মন; এখন এক নতুন তারকার প্রেমে পাগল ১২০ কোটি টাকার মালকিন এই অভিনেত্রী

বিশ্বে কাঁচা পাট এবং পাটজাত পণ্যের বৃহত্তম উৎপাদক হল ভারত। দেশের পাট সেক্টর পাটকল এবং বিপুল সংখ্যক ছোট ও মাইক্রো ইউনিট নিয়ে গঠিত। হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ সালে ১,৩৭৪ কোটি টাকার পাটজাত বিভিন্ন দ্রব্য রফতানি করেছে ভারত। যা মোট রফতানি মূল্যের ৪৯ শতাংশ।

advertisement

২০২৩-২৪ সালে জিডিপি-এর রফতানি বৃদ্ধি ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত পাটের ফ্লোর কভারিং, হ্যান্ডব্যাগ, শপিং ব্যাগ, ওয়াল হ্যাঙ্গিংস, উপহার সামগ্রী, গয়না এবং পাটের তৈরি কাপড়ই রফতানি হয়েছে সবচেয়ে বেশি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গোটা বিশ্বেই পাট আজ ‘গোল্ডেন ফাইবার’ হিসাবে সমাদৃত হচ্ছে। এর আশ্চর্য টেক্সটাইল ফাইবারের কারণে তো বটেই, পরিবেশবান্ধব এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে এমন পণ্য তৈরির প্রধান কাঁচামালের কারণেও। পাটজাত দ্রব্যের প্রচারে দেশে বিদেশে একাধিক কর্মসূচি নিয়েছে ন্যাশনাল জুট বোর্ড এবং কেন্দ্রের বস্ত্র মন্ত্রক। তারই অংশ হিসাবে পুজোর মুখে সিটি সেন্টার ২-তে শুরু হয়েছে জুট ফেয়ার। চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পুজোয় এবার পাটের ব্যাগ, গয়না, কাপড়! সিটি সেন্টার ২-তে শুরু হল জুট ফেয়ার, কতদিন চলবে দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল