বুধবার সকাল থেকেই ছাঁটাই শুরু করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার মেটার প্রধান নির্বাহি কর্মকর্তা মার্ক জুকারবার্গ কর্মীদের চাকরি হারানোর জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আধিকারিক সঙ্গে কলে জুকারবার্গ বলেছেন, কোম্পানির ‘ভুল পদক্ষেপ’-এর জন্য তারা দায়বদ্ধ। তবে মেটার কোনও মুখপাত্রই এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
advertisement
আরও পড়ুন: ফের ফিরছেন মূলস্রোতে, মমতার মঞ্চে উপস্থিত থেকে বড় বার্তা মুকুল রায়ের
সেপ্টেম্বরেই ছাঁটাইয়ের ইঙ্গিত দেওয়া হয়: জুকারবার্গ এই নিয়ে সেপ্টেম্বরের শেষ দিকে কর্মীদের ইঙ্গিত দিয়েছিলেন। জানিয়েছিলেন, মেটা খরচ কমিয়ে নতুন করে দল সাজাতে চায়। তাই নতুন নিয়োগ বন্ধ করা হচ্ছে। নতুন দল বর্তমানের তুলনায় ছোট হবে। অর্থাৎ তখনই ছাঁটাইয়ের স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন জুকেরবার্গ। বুধবার থেকে সেই ছাঁটাই শুরু হচ্ছে। মেটার ইতিহাসে এটাই হতে চলেছে প্রথম গণছাঁটাই। প্রসঙ্গত, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের মালিকানা মেটার হাতেই রয়েছে।
আরও পড়ুন: চরম বিপদে অনুব্রত মণ্ডল, এক পদক্ষেপেই খেলা ঘুরিয়ে দিতে পারে ইডি!
তবে ট্যুইটারের মতো ছাঁটাই হবে না: এখনও পর্যন্ত ট্যুইটার ইনকর্পোরেটেডের ৫০ শতাংশ কর্মচারীকে বসিয়ে দেওয়া হয়েছে। এবং গোটাটাই ছিল আকস্মিক। মেটায় এমনটা হবে না বলেই জানাচ্ছে ওয়াকিবহাল মহল। ট্যুইটারে কাজ হারানো ব্যক্তিরা জানিয়েছেন, এমনটা যে হবে তাঁরা আঁচ করতে পারেননি। আচমকাই ই-মেইলে ছাঁটাইয়ের খবর জানানো হয়।
বলে রাখা ভাল, এ বছর ব্যাপক ধাক্কা খেয়েছে মেটার শেয়ার। দাম পড়েছে ৭৩ শতাংশ। ২০১৬ সালের পর এটাই মেটার শেয়ারে সবচেয়ে বড় পতন বলে জানাচ্ছে বাজার বিশেষজ্ঞরা। মেটার শেয়ার এখন মার্কিন বাজারের এসঅ্যান্ডপি ৫০০ সূচকের সবচেয়ে খারাপ পারফর্মিং স্টক। প্রায় ৬৭ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, যা যে কোনও কোম্পানির কাছে একটা বড় ধাক্কা।