আরও পড়ুন- রেলে এবার নয়া এসি ৩-টায়ার ইকোনমি কোচ, ভাড়া শুরু ৪৪০ টাকা থেকে!
নতুন জিও প্রিপেড প্ল্যানগুলি (Jio Prepaid Plans) হল-
১. এক মাসের জন্য ৪৯৯ টাকায় প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যাবে ৷ ফ্রি ভয়েস এবং এসএমএস পাওয়া যাবে ৷ ভ্যালিডিটি থাকবে ২৮ দিনের জন্য ৷
advertisement
২. ২ মাসের জন্য ৬৬৬ টাকার প্ল্যান ৷ যাতে প্রতিদিন ২ জিবি করে ডেটা, ফ্রি ভয়েস এবং এসএমএস থাকবে এবং ৫৬ দিনের ভ্যালিডিটি থাকবে ৷
৩. ৩ মাসের জন্য ৮৮৮ টাকার প্ল্যান ৷ যাতে প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা, ফ্রি ভয়েস এবং এসএমএস ৷ এছাড়া ভ্যালিডিটি থাকবে ৮৪ দিনের জন্য ৷
আরও পড়ুন- ফিক্সড ডিপোজিটে SBI থেকে সুদের হার বেশি দিচ্ছে এই ৪টি ব্যাঙ্ক, জেনে নিন
৪. ২৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান ৷ ডেটা পাওয়া যাবে প্রতিদিন ২ জিবি করে ৷ সঙ্গে ফ্রি ভয়েস কল এবং এসএমএস ৷ ভ্যালিডিটি থাকবে ৩৬৫ দিনের জন্য ৷
এ ছাড়া ডেটা অ্যাড অনের (Data Add-On) জন্য থাকছে ৫৪৯ টাকার প্ল্যান ৷ প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে ৷ ভ্যালিডিটি ৫৬ দিনের জন্য ৷
