আরও পড়ুন: ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ব্রাঞ্চে যাওয়ার আগে দেখে নিন ছুটির পুরো লিস্ট
লাগাতার ১০ বার বৃদ্ধির পরে কমানো হয়েছিল বিমান জ্বালানির দাম:
চলতি বছর অর্থাৎ ২০২২ সালে টানা ১০ বার বিমান জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এর পর গত ১ জুন, বিমান জ্বালানির দাম ১.৩ শতাংশ কমানো হয়েছিল। তখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর কমেছিল। তবে বর্তমানে ফের দর বৃদ্ধি হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যে, আগামী দিনে বাড়তে পারে বিমান ভ্রমণের খরচও।
advertisement
আরও পড়ুন: বৃহস্পতিবারে লটারির টিকিট কেটেছেন! আপনার ভাগ্যে জুটতে পারে ৫০ লক্ষের পুরস্কার
সবচেয়ে বেশি দাম বৃদ্ধি হয়েছিল মার্চ মাসে:
বিমান পরিচালনায় এটিএফ-এর উপর ব্যয়ের অংশ থাকে ৪০ শতাংশ। এই কারণেই বিমানের জ্বালানির দর বৃদ্ধি হলে তার প্রভাব সরাসরি যাত্রীদের উপরেই পড়ে। সংস্থাগুলি এটিএফ-এ সবচেয়ে বেশি দাম বৃদ্ধি করেছিল চলতি বছরের ১৬ মার্চ। এর পর দাম বাড়ানো হয় ১৮.৩ শতাংশ। ১ এপ্রিলেও প্রায় ২ শতাংশ দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গত ১৬ এপ্রিল দাম বাড়ানো হয় প্রায় ০.২ শতাংশ এবং ১ মে বাড়ানো হয় প্রায় ৩.২২ শতাংশ।
জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বিমান চালনার খরচও বাড়বে। একটি এয়ারলাইনসের মোট পরিচালনা খরচের ৪০ শতাংশই যায় এটিএফ বা জ্বালানির পিছনে। বিমান চালনার খরচ বাড়লে এর ভাড়াও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: SBI হোম লোন হয়ে উঠেছে ব্যয়বহুল, ব্যাঙ্ক বাড়ালো ন্যূনতম সুদের হার!
অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের মূল্য প্রতি কিলোলিটারে ১৬.২৬ শতাংশ বা ১৯,৭৫৭.১৩ টাকা বৃদ্ধি পেয়ে তা ১,৪১,২৩২.৮৭ টাকা প্রতি কিলোলিটারে পৌঁছেছে। রাজধানী দিল্লিতে প্রতি লিটার প্লেনের জ্বালানির দাম ১৪১.২ টাকা ছুঁয়েছে।
অন্য দিকে আবার, দিন কয়েক আগে কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর পর ওই দুই জ্বালানির মূল্য স্থিতিশীল রয়েছে।