TRENDING:

Jet Airways: ফের জটে জেট এয়ারওয়েজ; টাকা পরিশোধ করতে আরও সময় চাইছে জেকেসি

Last Updated:

১৯ অগাস্ট প্রায় ৩৫০ কোটি টাকা পরিশোধ করতে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (এনসিএলএটি)-র থেকে আরও সময় চেয়ে নিল জালান কালরক কনসোর্টিয়াম (জেকেসি)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আকাশে ডানা মেলতে দেরি হতে পারে জেট এয়ারওয়েজের। কারণ গত ১৯ অগাস্ট প্রায় ৩৫০ কোটি টাকা পরিশোধ করতে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (এনসিএলএটি)-র থেকে আরও সময় চেয়ে নিল জালান কালরক কনসোর্টিয়াম (জেকেসি)। এই পরিমাণ অর্থ কমিটি অফ ক্রেডিটরস বা সিওসি দাবি করেছিল।
ফের জটে জেট এয়ারওয়েজ; টাকা পরিশোধ করতে আরও সময় চাইছে জেকেসি
ফের জটে জেট এয়ারওয়েজ; টাকা পরিশোধ করতে আরও সময় চাইছে জেকেসি
advertisement

এই মর্মে আবেদন করে জেকেসি-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, সিওসি ওই ৩৫০ কোটি টাকা আগামী ৩১ অগাস্টের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু এই বিশাল পরিমাণ অর্থ পরিশোধের জন্য তাদের হাতে আরও কিছুটা সময়ের প্রয়োজন। আর মামলার শুনানির দিন হিসেবে ধার্য করা হয়েছে ২১ অগাস্ট।

আরও পড়ুন– এই ৫ আচরণই চিনিয়ে দেবে অহঙ্কারীদের; সময় থাকতেই দূরত্ব বজায় রাখা আবশ্যক!

advertisement

গত ১৯ অগাস্ট শুনানির সময় প্রবীণ আইনজীবী রবিশঙ্কর প্রসাদ জেকের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, আগামী ৩১ অগাস্টের মধ্যে জেকেসি ১০০ কোটি টাকা পরিশোধ করতে পারবে। আর বাকি ১০০ কোটি পরিশোধ করবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই। জেকেসি-র মতে, সিওসি-র পক্ষে একটি ব্যাঙ্ক গ্যারান্টি রয়েছে, যা যা মোট ৩৫০ কোটি টাকার চাহিদা পূরণ করতে পারে। শুধু তা-ই নয়, বিমান সংস্থার মালিকানা যতটা সম্ভব নিশ্চিত করার জন্য সিওসি-র কাছে দাবি জানিয়েছে জেকেসি। তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, জেট এয়ারওয়েজের কার্যক্রম পুনরায় চালু করতে অঙ্গীকারবদ্ধ তারা।

advertisement

আরও পড়ুন- মঙ্গলের কন্যা রাশিতে প্রবেশ, এই রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ সতর্কবার্তা!

অন্য দিকে সিওসি-র হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এন ভেঙ্কটরমন। তাঁর বক্তব্য, ৩৫০ কোটি টাকা পরিশোধ তো ইক্যুইটি শেয়ার হস্তান্তর করার প্রথম ধাপ মাত্র। তিনি আদালতে জানিয়েছেন যে, ইক্যুইটি শেয়ার হস্তান্তরের আগে জেকেসি-কে আরও অনেক কাজ করতে হবে। ভেঙ্কটরমনের মতে, রেজোলিউশন প্ল্যান বাস্তবায়নের জন্যই ১৫০ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি কার্যকর করা হয়েছিল। তবে সিওসি জেকেসি-কে যে ৩৫০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছিল, তার একটি অংশ হিসেবে এই পরিমাণ অর্থকে বোঝানো যায় না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে আবার জেট এয়ারওয়েজের কর্মীরা ট্রাইব্যুনালের কাছে জানিয়েছেন যে, জেকেসি এখনও তাঁদের পাওনা-গণ্ডা মেটাতে পারেনি। এই পরিস্থিতিতে জেকেসি-র আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত হচ্ছে, সেটা পরবর্তী শুনানিতেই পরিষ্কার হয়ে যেতে পারে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jet Airways: ফের জটে জেট এয়ারওয়েজ; টাকা পরিশোধ করতে আরও সময় চাইছে জেকেসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল