TRENDING:

একাধিক এসআইপি করে আদৌ কোনও লাভ হয়? কী বলছেন বিশেষজ্ঞরা, টাকা ঢালার আগে জেনে নিন

Last Updated:

একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করাটাই বাস্তবসম্মত। কিন্তু একাধিক এসআইপি কী করা যায়? বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে অনেকগুলো এসআইপি করাই উচিত কিন্তু অবশ্যই নিজের সামর্থ্য বুঝে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তৃষ্ণার্ত কাকের গল্পটা তো সবাই জানে! জলের নাগাল পেতে কীভাবে কলসিতে একটা একটা নুড়ি ফেলে দিয়েছিল সেই কাকটি। আর্থিক লক্ষ্যে পৌঁছনোর জন্য এসআইপি-র মাধ্যমে ঠিক এই ভাবেই বিনিয়োগ করতে হয়। এক-একটা নুড়ি এ ক্ষেত্রে এক-একটা এসআইপি! একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করাটাই বাস্তবসম্মত। কিন্তু একাধিক এসআইপি কি করা যায়? বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে অনেকগুলো এসআইপি করাই উচিত কিন্তু অবশ্যই নিজের সামর্থ্য বুঝে।
advertisement

ভারসাম্য বজায় রাখাই আসল কৌশল:

মাসিক খরচের পর অতিরিক্ত কতটাকা থাকছে তার উপর নির্ভর করে এসআইপি করা হয়। আদতে লক্ষ্যে পৌঁছনোর জন্য কত টাকা প্রয়োজন, সেটা হিসেব করেই এসআইপি করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। ধরা যাক, কেউ ১০টি লক্ষ্যে টাকা জমাচ্ছেন। যেমন - বিবাহ, গাড়ি কেনা, বাড়ি ইত্যাদি। এখন কেউ সব কটার জন্য একটা এসআইপি-তে বিনিয়োগ করা যায়। কিন্তু প্রতি মাসে সেটা মোটা টাকা হয়ে যাবে। তা-হলে একাধিক এসআইপি নিতে হবে। কিন্তু সেটা যেন সামর্থ্যের বাইরে না-চলে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। তাই দরকার ভারসাম্য এবং সঠিক হিসেব।

advertisement

আরও পড়ুন: গোল্ড লোন নাকি সম্পত্তির বিপরীতে ঋণ? হঠাৎ টাকার দরকার হলে কোনটা নেওয়া ঠিক হবে

আরও পড়ুন: পাখি শিকার করতে এসে বিপাকে পাইথন ! বিষয়টি দেখলেই চক্ষু চড়ক গাছ

সঠিক সময়:

আদর্শগত ভাবে প্রতিটা লক্ষ্যের জন্য আলাদা এসআইপি থাকা উচিত। এর অর্থ এই নয় যে, একবারে সব এসআইপি শুরু করতে হবে। অল্প বয়স থেকেই অবসর এবং বিবাহের জন্য এসআইপি শুরু করা উচিত। বিয়ের পরে সন্তানের শিক্ষার জন্য, গাড়ি বা বাড়ি কেনার লক্ষ্যে এসআইপি করতে হবে। তাই সঠিক সময়ে সঠিক পরিকল্পনা অনুযায়ী এসআইপি-তে সঠিক পরিমাণ বিনিয়োগ করা উচিত।

advertisement

বৈচিত্রে লক্ষ্য থাক, পরিমাণের দিকে নয়:

একাধিক এসআইপি যদি বৈচিত্র্যময় হয়, তবে তা আরও উপকারী প্রমাণিত হতে পারে। বৈচিত্র্য মানে একই বা অনুরূপ তহবিলে অনেক এসআইপি নয়, বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডে এসআইপি। যেমন - অবসর গ্রহণের জন্য ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে এবং একটি গাড়ি কেনার জন্য লিক্যুইড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে, বিনিয়োগে ওভারল্যাপিং নয়। একটি মিউচুয়াল ফান্ডে ৬০-৭০টি স্টক থাকে। সুতরাং কেউ যদি চার বা পাঁচটি ইক্যুইটি-লিঙ্কড মিউচুয়াল ফান্ড কেনেন, তাহলে তিনি একটি মিউচুয়াল ফান্ডেই একাধিক বার বিনিয়োগ করলেন। এতে বৈচিত্র্য নষ্ট হয়।

advertisement

আরও পড়ুন: মোমোর স্বাদে গন্ধরাজ চিকেন থেকে সোয়া-মাটন-ফিশ, মোমো আন্টির দোকানে উপচে পড়া ভিড়

পরিশেষে:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

খুব কম কখনওই ভাল নয়। খুব বেশি আবার একটু বিপজ্জনকই বটে। ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে প্রয়োজনীয়তাগুলো বুঝতে হবে। সেই অনুযায়ী ঠিক করতে হবে এসআইপি-র বিনিয়োগ কৌশল।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
একাধিক এসআইপি করে আদৌ কোনও লাভ হয়? কী বলছেন বিশেষজ্ঞরা, টাকা ঢালার আগে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল