এই কারণেই ডেঙ্গু রোগের জন্য একটি স্বাস্থ্য বিমা থাকা খুব গুরুত্বপূর্ণ। বিমা থাকলে কম খরচেই রোগ সারানো সম্ভব হবে। প্রায় বেশিরভাগ বিমা কোম্পানি তাদের পলিসিতে ডেঙ্গু রোগের কভার দেয়। কিছু এমন কোম্পানি থাকে যাদের বিমায় এই রোগ অন্তর্ভুক্ত থাকে না। এই কারণে যে কোনও পলিসি নেওয়ার সময় তাতে কী কী রোগের কভার রয়েছে তা পরীক্ষা করে নেওয়া উচিত।
advertisement
আরও পড়ুন: শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, তবে ২১ লক্ষ সুবিধাভোগী পাবেন না টাকা
ডেঙ্গু স্পেশাল পলিসি
বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ডেঙ্গুর জন্য বিশেষ বিমা পলিসি প্রদান করে। এই বিমাগুলির ক্ষেত্রে গ্রাহককে খুম পরিমাণ প্রিমিয়াম দিতে হয় এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ম্যালেরিয়ার চিকিৎসা খরচ পাওয়া যায়। রিলায়েন্স জেনারেল ইনস্যুরেন্স, অ্যাপোলো মিউনিখ হেলথ ইনস্যুরেন্স, আইসিআইসিআই লম্বার্ড, আদিত্য বিড়লা এবং বাজাজ অ্যালিয়ানজ-এর মতো কোম্পানিগুলি ডেঙ্গুর জন্য বিশেষ বিমা পলিসি চালু করেছে। এই বিমার অধীনে গ্রাহক এক লক্ষ টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত কভার পাবেন। এছাড়া, শুধুমাত্র হাসপাতালে ভর্তি হলেই ২০ হাজার টাকা ক্লেম করা যাবে। এছাড়া, একই ভাবে অ্যাপোলো মিউনিখ হেলথ ইনস্যুরেন্স কোম্পানিও ডেঙ্গুর জন্য বিশেষ পলিসির সুবিধা প্রদান করে।
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন কোথায় সস্তা হল আর কোথায় বাড়ল দাম
বিমা নেওয়া সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত?
যখনই কোনও গ্রাহক ডেঙ্গুর জন্য বিমা পলিসি কোর্টে যাবেন তখন তাঁর ভাল ভাবে যাচাই করে নেওয়া উচিত চিকিৎসা খরচ হিসেবে কী কী কভার করা হবে। বেশিরভাগ কোম্পানি একই প্রিমিয়ামে একাধিক সুবিধা প্রদান করে থাকে। এই কারণে এমন পলিসি বেছে নেওয়া উচিত যেখানে বেশি বেশি রোগের চিকিৎসা হয়। এছাড়া, বিমা নেওয়ার আগে ওয়েটিং পিরিয়ড, সাম অ্যাসিওরড এবং নেটওয়ার্ক হাসপাতাল ও কোম্পানির শর্তাবলী সম্পর্কে ভাল ভাবে জেনে নেওয়া উচিত।