শেয়ারের দর -
অ্যাস্ট্রাল পাইপের (Astral Pipes) শেয়ার ১৬ সেপ্টেম্বর এনএসই-তে (NSE) ২৩৩৮ টাকায় বন্ধ হয়েছে। ২০০৭ সালের মার্চ মাসে এই শেয়ারের দাম ছিল ৫.৫৭ টাকা। যদি ২০০৭ সালের ২৩ মার্চ কেউ এই শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই টাকা এখন ৪.২১ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। একই ভাবে কোনও বিনিয়োগকারী যদি এই শেয়ারে ২৫,০০০ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই টাকা এখন ১.৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। বিগত ১ মাসে এই শেয়ার ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১ বছরে অ্যাস্ট্রাল পাইপের শেয়ার ১৩.৭৫ শতাংশ রিটার্ন দিয়েছে। বিগত ৫ বছরে এই শেয়ার ৪৩৩ শতাংশ রিটার্ন দিয়েছে। যদি কেউ ৫ বছর আগে এই শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই টাকা বেড়ে এখন ৫.৩৩ লাখ টাকায় পৌঁছে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: জ্বালানিতে ফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র! সংস্থাগুলিকে লাভের যে পরিমাণে
আরও পড়ুন: PM Kisan: কোটি কোটি কৃষকদের জন্য বড় খবর! PNB দিচ্ছে ৫০ হাজার টাকা সরাসরি অ্যাকাউন্টে
কোম্পানির আর্থিক পরিস্থিতি -
আর্থিক বর্ষ ২০২২-২৩-এর জুন মাসে কোম্পানির মুনাফা ২৮ শতাংশ বেড়ে ৯৬ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। বিগত বছরের একই সময়ে সেই মুনাফার পরিমাণ ছিল ৭৫ কোটি টাকা। কোম্পানির রেভেনিউ আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে ৭৩ শতাংশ বেড়ে ১২১৩ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। বিগত আর্থিক বর্ষের একই সময়ে এর পরিমাণ ছিল ৭০১ কোটি টাকা।
কোম্পানির ব্যাকগ্রাউন্ড -
অ্যাস্ট্রাল একটি পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। প্লাম্বিং, ইন্ডাস্ট্রিজ, ড্রেনেজ, কেবল প্রোটেকশন সহ বিভিন্ন ক্ষেত্রের পাইপিং সমস্যার সমাধান করে থাকে। পাইপিংয়ের ক্ষেত্রে অ্যাস্ট্রাল ভারতের একটি জনপ্রিয় কোম্পানি। কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী অ্যাস্ট্রাল ভারতের প্রথম এমন কোম্পানি যারা সিপিবিসি পাইপিং নিয়ে এসেছিল।