ধরা যাক কোনও ব্যক্তি প্রতি মাসে ৪০০০ টাকা বিনিয়োগ করলেন, প্রতি বছর রিটার্ন- ১২ শতাংশ।
যদি কেউ প্রতি মাসে ৪০০০ টাকা এসআইপি করে, তাহলে ১২ শতাংশ রিটার্ন অনুযায়ী ১০ লাখ টাকার ফান্ড তৈরি করতে ১১ বছর সময় লাগবে। এই ১১ বছরে ১০,৯৮,০০০ টাকা পাওয়া যেতে পারে। তবে এটা পুরোপুরি রিটার্নের ওপর নির্ভর করে, যা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। এই ১১ বছরে ৫,২৮,০০০ টাকা মূলধন জমা হবে।
advertisement
আরও পড়ুন: একটার বেশি ক্রেডিট কার্ড থাকলে সিবিল স্কোর বাড়ে না কমে? কী বলছে নিয়ম, জেনে নিন
নগদে টাকা দিয়ে ইনভেস্ট করা যায় কি?
নিয়ম অনুযায়ী কিছু মানুষকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। মানে ক্যাশ দিয়েও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়। যারা করদাতা নন এবং যাদের প্যান/ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা ক্যাশ দিয়েও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন, যেমন কৃষক, ছোট ব্যবসায়ী, ব্যবসায়ী, শ্রমিক ইত্যাদি এতে অন্তর্ভুক্ত। শর্ত হল, প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে ক্যাশ দিয়ে মিউচুয়াল ফান্ডে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যাবে।
