এখন প্রশ্ন হল, যাঁরা মাঝারি ঝুঁকি নিতে চান তাঁরা কী করবেন? তাঁদের জন্য রয়েছে হাইব্রিড মিচুয়াল ফান্ড। এছাড়া ব্যালেন্সড হাইব্রিড ফান্ডেও বিনিয়োগ করা যায়। আর কম ঝুঁকি উচ্চ রিটার্ন চাইলে কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়।
কনজারভেটিভ হাইব্রিড ফান্ড কী: সেবি-র নিয়ম অনুযায়ী, কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে ১০ থেকে ২৫ শতাংশ ইক্যুইটি এবং ৭৫ এবং ৯০ শতাংশ ইক্যুইটি সম্পর্কিত ঋণ উপকরণে বিনিয়োগ করা হয়। এই বিভাগে ২০টি স্কিম রয়েছে। ২৫,৪০১ কোটি টাকার এইউএম। যা গত বছরের তুলনায় ১৩.৮ শতাংশ বেড়েছে।
advertisement
আরও পড়ুন: ষষ্ঠীর সকালে মন্দিরে আলতা মাখা পায়ের চিহ্ন! কে এসেছিল? অদ্ভুত ঘটনা দেখতে ভেঙে পড়ল গ্রাম
শুধু তাই নয়, মিউচুয়াল ফান্ডের এই বিভাগটি চলতি বছরের সেপ্টেম্বরে ১৩০ কোটি টাকার ইনফ্লো পেয়েছে। এই বিভাগের কিছু জনপ্রিয় ফান্ডের মধ্যে রয়েছে এসবিআই কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, আইসিআইসিআই প্রুডেনসিয়াল রেগুলার সেভিংস ফান্ড এবং এইচডিএফসি হাইব্রিড ডেট ফান্ড ইত্যাদি। সুতরাং কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করতে চাইলে খেয়াল রাখতে হবে, তা যেন আর্থিক লক্ষ্য, বিনিয়োগ বৈচিত্র এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে বিনিয়োগের কারণ: ইক্যুইটির এক্সপোজার – যে বিনিয়োগকারীরা ইক্যুইটি এক্সপোজার চান তাঁরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। যেহেতু ইক্যুইটির এক্সপোজার পোর্টফোলিও মূল্যের ১০ থেকে ২৫ শতাংশের মধ্যে, তাই বিনিয়োগকারীরা বাজি ধরতেই পারেন।
আরও পড়ুন: ফিরহাদের বিচারে সেরা অরূপ, কলকাতার সেরা পুজো কোনটি? পুরসভার তালিকায় বড় চমক
ঝুঁকি ব্যবস্থাপনা – যেহেতু এই স্কিমে বেশিরভাগ সম্পদ ঋণের উপকরণগুলিতে বিনিয়োগ করে, তাই ঝুঁকি পরিচালনার ক্ষেত্রে এগুলি বেশ কার্যকরী। বিনিয়োগকারীরা নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করতে পারেন।
রক্ষণশীল বিনিয়োগকারীদের জন্য – নাম থেকে বোঝা যায়, এই স্কিমগুলি রক্ষণশীল বিনিয়োগকারীদের জন্য। যাঁরা নিরাপদ ঝুঁকি নিতে চান। পরিবর্তে চান ভাল রিটার্ন। তাঁরা এখানে বিনিয়োগ করতে পারেন।