তাই বিশেষজ্ঞরা বলছেন যে, বিনিয়োগের আগেই টাকা তোলার নিয়ম বুঝে নিতে হবে। সিএনবিসি আওয়াজের সঙ্গে একটি বিশেষ কথোপকথনে আনন্দ রথি ওয়েলথের ডেপুটি সিইও ফিরোজ আজিজ মিউচুয়াল ফান্ড স্কিম এবং ইএলএসএস থেকে টাকা তোলা নিয়ে অনেক প্রয়োজনীয় বিষয় শেয়ার করেছেন। প্রত্যেক বিনিয়োগকারীরই এই বিষয়টা জেনে রাখা উচিত।
advertisement
স্কিম থেকে টাকা তোলার আগে কী কী খেয়াল রাখতে হবে:
ফিরোজ পরামর্শ দিয়েছেন, সবার আগে চেক করতে হবে কোন ফান্ড থেকে টাকা তোলা হচ্ছে। প্রকৃত পক্ষে, বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন নিয়ম রয়েছে, সেটা ঋণ বা ইক্যুইটি হতে পারে। ইক্যুইটিতে টাকা তোলার সময় ৩টি জিনিস মাথায় রাখতে হয়। টাকা তোলার আগে দেখে নিতে হয়, ট্যাক্সের ক্ষেত্রে কী কী নিয়ম প্রযোজ্য হবে। অন্য দিকে স্কিমের কোনও এক্সিট লোড আছে কি না বা টাকা তোলার জন্য জরিমানা দিতে হবে কি না, সেটাও জানতে হবে।
তৃতীয় এবং সবচেয়ে জরুরি বিষয় হল, এটাই টাকা তোলার সঠিক সময় কি না।
ভুল সময়ে সঠিক স্কিম থেকে বেরিয়ে গেলে বিনিয়োগকারীরই লোকসান। তাই সেই দিকটাও খেয়াল রাখতে হবে। একই সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের আগে টাকা তুললে জরিমানা হতে পারে। তাই স্কিম এবং কোন সময়ে টাকা তুললে জরিমানা দিতে হবে না, সেটা নখদর্পণে রাখাও গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন, সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্ট
আরও পড়ুন, ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখনও বিশ্বাসই হচ্ছে না...’, বললেন ফাইনালের সেরা তিতাস
ইএলএসএস থেকে টাকা তোলার নিয়ম: ইএলএসএস স্কিমে ৩ বছরের লক-ইন পিরিয়ড থাকে। এর আগে টাকা তুললে জরিমানা দিতে হয়। বিনিয়োগকারীরা আরও একটা বিষয়ে মনোযোগ দেন না, সেটা হল - মাসিক কিস্তি অর্থাৎ এসআইপি-র মাধ্যমে ইএলএসএস-এ বিনিয়োগ করলে প্রতিটা কিস্তিতে ৩ বছরের নিয়ম প্রযোজ্য হবে। তার মানে যদি কেউ ৩ বছরের শেষ কিস্তি অর্থাৎ ৩৬-তম কিস্তি পরিশোধ করেন, তাহলে সেই কিস্তির লক-ইন পিরিয়ড হবে পরবর্তী ৩ বছর। সোজা কথায়, ৩ বছরে জমা করা সম্পূর্ণ অর্থ বিনামূল্যে ৬ বছর পর তোলা যাবে।