TRENDING:

Budget 2022: কেন্দ্রীয় বাজেটের আগে এই ১৫টি স্টকে বিনিয়োগ লাভজনক হতে পারে! দেখুন তালিকা!

Last Updated:

Budget 2022: বিশেষজ্ঞদের মতে, উচ্চ ঘাটতি এবং রাজস্ব সংগ্রহের বৃদ্ধির কারণে ২০২২-২৩ সালের কেন্দ্রীয় বাজেটে রাজস্ব একীকরণ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রতি বছর কেন্দ্রীয় বাজেট অধিবেশনের পর শেয়ার মার্কেটে তীব্র ওঠানামা লক্ষ্য করা যায়। আগামী ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রক নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) নেতৃত্বে ২০২২-২৩ আর্থিক বর্ষের বাজেট পেশ করবেন। এই বাজেটের পরেও যে স্টক বাজারের সূচকে দ্রুত পরিবর্তন দেখা যাবে তা বলাই অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞদের মতে, উচ্চ ঘাটতি এবং রাজস্ব সংগ্রহের বৃদ্ধির কারণে ২০২২-২৩ সালের কেন্দ্রীয় বাজেটে রাজস্ব একীকরণ করা হবে। বিখ্যাত স্টক ব্রোকারেজ সংস্থা শেয়ারখান (Sharekhan) বাজেট অধিবেশনের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছে যার মধ্যে অন্যতম হল স্টক। বাজেটের পর কোন কোন স্টকগুলি সবেচেয়ে লাভবান হতে তা বিচার করে সংস্থাটি মোট ১৫টি শেয়ার একটি তালিকা প্রকাশ করেছে। তাদের মতে, কেন্দ্রীয় বাজেটের আগে এই ১৫টি স্টকে বিনিয়োগ লাভজনক হবে।
Union Budget 2022, ইউনিয়ন বাজেট: প্রতীকী ছবি
Union Budget 2022, ইউনিয়ন বাজেট: প্রতীকী ছবি
advertisement

এই ১৫টি স্টক হলঃ

আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)

এসবিআই (SBI)

এইচডিএফসি লিমিটেড (HDFC Ltd)

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)

থার্ম্যাক্স (Thermax)

টাটা পাওয়ার (Tata Power)

এল অ্যান্ড টি (L&T)

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Ltd)

টাটা মোটরস (Tata Motors)

আল্ট্রাটেক (Ultratech)

এম অ্যান্ড এম (M&M)

ডিএলএফ (DLF)

পাওয়ার গ্রিড (Power Grid)

advertisement

এইচসিজি (HCG)

গ্লোবাস স্পিরিটস (Globus Spirits)

ব্রোকারেজ ফার্ম শেয়ারখান বাজেটের আগে এই স্টকগুলিতে বিনিয়োগ করার কথা উল্লেখ করলেও ঠিক কী কারণে এই ১৫টি শেয়ার বেছে নেওয়া হয়েছে সেই বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি।

কোনও কারণ না দেখালেও সকলেরই জানা উপরোক্ত শেয়ারগুলি খুবই প্রচলিত এবং স্বনামধন্য। একাধিক ব্রোকারেজ সংস্থাও এই স্টকগুলিতে লগ্নির পরামর্শ দিয়ে থাকেন। যদিও আইসিআইসিআই-এর মতো কয়েকটি স্টক গত ১ বছরে বিনিয়োগকারীদের তেমন উল্লেখযোগ্য রিটার্ন প্রদান করেনি।

advertisement

আরও পড়ুন - সবুজ নয়, কৃষির জন্য প্রয়োজন চিরসবুজ বিপ্লব, আসন্ন বাজেটে চোখ কোন দিকে

শেয়ারখান-এর মতে, করোনা অতিমারীর কারণে দেশের রাজস্ব ঘাটতি তুলনামূলক অনেক বেড়ে গিয়েছে। এই ঘাটতি পূরণ এবং রাজকোষের বৃদ্ধির পদক্ষেপ ২০২২ সালের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে।

“সরকার ২০২২-২৩ আর্থিক বর্ষে রাজস্ব ঘাটতি ৬.৭% বজায় রাখার লক্ষ্যমাত্রা স্থির করতে পারে,” সংস্থাটি জানিয়েছে।

advertisement

আরও পড়ুন - প্রথম বাজেট কবে পেশ করা হয়েছিল এবং ঠিক ১১টায় কেন শুরু হয় অধিবেশন? জানুন বাজেটের অজানা ইতিহাস!

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

শেয়ারখান-এর মতে, “বিভিন্ন ফিনান্সিয়াল রিপোর্ট থেকে অনুমান করা হচ্ছে ২০২২-২৩ সালের বাজেটে মূলধন ব্যয় হিসেবে প্রায় ৬.৫ ট্রিলিয়ন টাকা বরাদ্দ করা হতে পারে যা গত আর্থিক বর্ষের তুলনায় প্রায় ২০% বেশি। ২০২১-২২ সালে মূলধন ব্যয়ের জন্য ৫.৫ ট্রিলিয়ন বরাদ্দ করা হয়েছিল।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2022: কেন্দ্রীয় বাজেটের আগে এই ১৫টি স্টকে বিনিয়োগ লাভজনক হতে পারে! দেখুন তালিকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল