আরও পড়ুন: সস্তায় বাড়ি কেনার প্ল্যান রয়েছে ? এই তিন ব্যাঙ্ক দিচ্ছে দারুণ সুযোগ
পিপিএফ-এর পাশাপাশি বর্তমানে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড ও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার একাধিক অপশন রয়েছে যেখানে প্রচুর টাকা রিটার্ন পাওয়া যায় ৷ কিন্তু তাহলে কেন কেউ পিপিএফ-এ বিনিয়োগ করবে ৷
আরও পড়ুন: মাত্র ২০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে আয় করবেন ৪ লক্ষ টাকা....
advertisement
রিটার্নের গ্যারেন্টি-
পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচিউরিটি ১৫ বছরে হয় ৷ এই অ্যাকাউন্টে ৭.১ শতাংশ হিসেবে কম্পাউন্ডিং ইন্টারেস্ট দেওয়া হয় ৷ এখানে বছরে অধিকতম ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷ এখানে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি পেয়ে যাবেন গ্যারেন্টিড রিটার্ন ৷ এখানে ইনভেস্ট করে আপনি সহজেই কোটিপতি হয়ে উঠতে পারবেন ৷
প্রতিদিন কেবল ৪১৭ টাকা বিনিয়োগ করতে হবে
বর্তমান সুদের হার হিসেবে (৭.১ শতাংশ) কোটি টাকার ফান্ড বানাতে আপনাকে প্রতিদিন ৪১৭ টাকা বিনিয়োগ করতে হবে ৷ পিপিএফ অ্যাকাউন্ট ১৫ বছরে ম্যাচিউর হয় ৷ কিন্তু আপনি চাইলে ৫-৫ বছরের জন্য অ্যাকাউন্টের সময়সীমা বাড়াতে পারবেন ৷ পিপিএফ-এ ট্যাক্স বেনিফিট পাওয়া যায় ৷
আরও পড়ুন: এই শহরে ৭৭.১৩ টাকায় মিলছে ডিজেল, দেখে নিন আপনার শহরে পেট্রোলের দাম
প্রতি বছর পিপিএফ অ্যাকাউন্টে ১.৫ লক্ষ টাকা (দিনে ৪১৭ টাকা) বিনিয়োগ করলে আপনার মোট ইনভেস্টমেন্ট ২২.৫০ টাকা হয় ৷ ম্যাচিউরিটি পর্যন্ত ৭.১ শতাংশ কম্পাউন্ডিং ইন্টারেস্ট পেলে সুদ পাবেন ১৮.১৮ টাকা ৷ ১৫ বছর পর পেয়ে যাবেন ৪০.৬৮ লক্ষ টাকা ৷ ১৫ বছর পর আরও ১০ বছরের জন্য অ্যাকাউন্ট জারি রাখলে আপনি সুদ-সহ পেয়ে যাবেন মোট ১.০৩ কোটি টাকা ৷
বছরে অধিকতম ১.৫০ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন পিপিএফ অ্যাকাউন্টে -
পিপিএফ অ্যাকাউন্টে বছরে অধিকতম ১.৫০ লক্ষ টাকা জমা করতে পারবেন ৷ আপনি এই টাকা একবারে বা ১২টি কিস্তিতে দিতে পারেন ৷ ন্যূনতম ৫০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ ১০ বছরের কম বয়সের বাচ্চার নামেও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷