TRENDING:

টাকা খাটিয়ে সবচেয়ে বেশি রিটার্ন চান? ব্রোকারেজ ফার্ম এই দুই অটো সেক্টরের স্টকের পরামর্শ দিচ্ছে!

Last Updated:

আইসিআইসিআই ডায়রেক্ট জানিয়েছে যে, আর্থিক বর্ষ ২০২২-২৪ ভলিউম গ্রোথ দেখে তারা এই রেটিং দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাজারে আয়চার মোটর (Eicher Motors) লিমিটেডের ২৫০ সিসির বেশি মোটরসাইকেল রয়েছে। এই সেগমেন্টে এই কোম্পানির কাছে ৮৫ শতাংশের বেশি মার্কেট শেয়ার রয়েছে। এই কোম্পানি জনপ্রিয় ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড-এর (Royal Enfield) নির্মাতা। রয়্যাল এনফিল্ড-এর অন্তর্গত কোম্পানির কাছে ক্লাসিক, মিটিওর এবং হালিয়া ল্যান্ড হান্টার ৩৫০-এর মতো মোটরসাইকেল রয়েছে।
advertisement

৬৫০ সিসির বাইক লঞ্চ করার পর আন্তরাষ্ট্রীয় বাজারে মিডিয়েট সেগমেন্টে কোম্পানির মার্কেট শেয়ার ৮ থেকে ১০ শতাংশ হয়েছে। ভলভোর সঙ্গে যৌথভাবে বিইসিবির সঙ্গে কোম্পানির কমার্সিয়াল ভেহিকেলস সেগমেন্ট রয়েছে। এর মধ্যে আয়টার মোটরর্সের ৫৪ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী আইসিআইসিআই ডায়রেক্ট (ICICI Direct) জানিয়েছে যে, এই কোম্পানির নেট ক্যাশ পজিটিভ অনেকটাই মজবুত।

advertisement

আরও পড়ুন: রানি এলিজাবেথের সম্পত্তির পরিমাণ ঠিক কত? আয়ের উৎস কি জানেন? দেখে নিন

কেনা উচিত হবে -

আইসিআইসিআই ডায়রেক্ট জানিয়েছে যে, আর্থিক বর্ষ ২০২২-২৪ ভলিউম গ্রোথ দেখে তারা এই রেটিং দিয়েছে। ব্রোকারেজ ফার্ম ইএএমএল-এর এসওটিপি আধার দেখে ৪১৭০ টাকার টার্গেট প্রাইজ দিয়েছে। এই কোম্পানির শেয়ার শুক্রবার ১.৩৮ শতাংশ বেড়ে ৩৪৭৩ টাকায় পৌঁছে গিয়েছে। এটি কোম্পানির ৫২ সপ্তাহের ৩৫১৩ টাকার অনেকটাই কাছে। অন্য দিকে, এই কোম্পানির ৫২ সপ্তাহের সবথেকে কম দাম হল ২১৫৯ টাকা। এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল হল ৯৫০৪৫ কোটি টাকা।

advertisement

অ্যাপোলো টায়ার -

এটি দেশের একটি জনপ্রিয় এবং অগ্রণী টায়ার নির্মাতা কোম্পানি। অ্যাপোলো টায়ার (Apollo Tyres) লিমিটেড ভারতের সঙ্গে সঙ্গে ইউরোপীয় বাজারে ব্যবসা করে। এই কোম্পানির ট্রাক, বাস, রেডিয়েল সেগমেন্টে ৩১ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। অন্য দিকে, এই কোম্পানির প্যাসেঞ্জার কার রেডিয়েন্ট সেগমেন্টে ২১ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এই কোম্পানির ৬৭ শতাংশ রেভিনিউ ভারত এবং ৩২ শতাংশ রেভিনিউ ইউরোপীয় বাজার থেকে আসে।

advertisement

আরও পড়ুন: ২৩ বছরে ২২০ গুণ রিটার্ন! বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়েছে এই ব্যাঙ্কের শেয়ার!

কেনা কেন দরকার -

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আইসিআইসিআই ডায়রেক্ট এটিএলকে বাই রেটিং দিয়েছে। ব্রোকারেজ ফার্ম জানিয়েছে যে, এই কোম্পানির নজর ক্যাপিটাল এফিসিয়েন্সি এবং খরচ কম করে ভাল টাকা মুনাফা করা অর্থাৎ খরচ কমিয়ে মুনাফা বাড়ানো। আইসিআইসিআই ডায়রেক্ট তাই টার্গেট রেট ২৯০ টাকা থেকে বাড়িয়ে ৩৩৫ টাকা করে দিয়েছে। এই কোম্পানির শেয়ার শুক্রবার ১.৫১ শতাংশ পতন হয়ে ২৭৩ টাকায় বন্ধ হয়েছে। শুক্রবার এই কোম্পানির শেয়ার ২৭৯.৮ টাকায় পৌঁছে গিয়েছে যা ৫২ সপ্তাহে সবথেকে বেশি। অন্য দিকে, ৫২ সপ্তাহে এই কোম্পানির শেয়ারের সবথেকে কম দর হল ১৬৫ টাকা। এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল ১৭৬৪৩ কোটি টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
টাকা খাটিয়ে সবচেয়ে বেশি রিটার্ন চান? ব্রোকারেজ ফার্ম এই দুই অটো সেক্টরের স্টকের পরামর্শ দিচ্ছে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল