গ্রাহকদের দিক থেকেও ‘বিমা সুগম’ অত্যন্ত কার্যকরী হতে চলেছে। কারণ ফিজিক্যাল ডকুমেন্টস আর নিরাপদে রাখার প্রয়োজন হবে না। পাশাপাশি নীতি নবায়নের জন্য কোন কাগজপত্রেরও দরকার পড়বে না। ফলে পুরো কাজ হবে মসৃণ গতিতে।
আরও পড়ুন : পুজোতেই 'লক্ষ্মীলাভ' পরিবহন দফতরের! পুজোর ক'দিনেই আয় ২ কোটি ৭৫ লক্ষেরও বেশি
advertisement
‘বিমা সুগম’ কী: এটা অ্যামাজনের মতো একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে সমস্ত জীবন এবং সাধারণ বিমা পলিসি তালিকাভুক্ত করা হবে। বিমা সুগম এই বিমা পলিসি থেকে প্রাপ্ত বিক্রয়, পরিষেবা এবং দাবি– সবকিছুই সহজ এবং নিরাপদে করা যাবে।
‘বিমা সুগম’ থেকে কীভাবে বিমা কেনা যাবে: বিমা ওয়েব এগ্রিগেটর যেমন পলিসিবাজার, ব্রোকার, ব্যাঙ্ক এবং বিমা এজেন্ট যেমন এগ্রিগেটররা 'বিমা সুগম'-এর মাধ্যমে গ্রাহকের কাছে বিমা পলিসি বিক্রির ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন। পাশাপাশি একজন গ্রাহক 'বিমা সুগম'-এর মাধ্যমে জীবন, মোটর বা স্বাস্থ্য বিমা পলিসিও কিনতে পারেন।
‘বিমা সুগমে’ লাভ কী হবে: বিমা সুগমের মাধ্যমে পলিসিধারক তাঁর বিমা পলিসি একক প্ল্যাটফর্মে অ্যাকসেস করতে পারবেন। সমস্ত তথ্য এক জায়গায় পাওয়ার সুবিধে থাকায় মনোনীত/সুবিধাভোগীদের জন্য দাবি নিষ্পত্তি সহজ হবে। পাশাপাশি প্রতারণাও বন্ধ করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিমা সংক্রান্ত এসব পরিষেবাকে এক জায়গায় আনতে বিদ্যমান কাঠামোতে কিছু পরিবর্তন আনতে হবে। বিমাকারী, এজেন্ট, মধ্যস্থতাকারী এবং গ্রাহকরা এই প্ল্যাটফর্মে অ্যাক্সেস পাবেন। পাশাপাশি এটা ইউআইডিএআই, এনএসডিএল, সিডিএসএল-এর সঙ্গেও যুক্ত হবে।
যে সব গ্রাহকরা এজেন্টদের থেকে প্রয়োজনীয় সুবিধে পাচ্ছেন না বা হয়রান হচ্ছেন, এখানকার এজেন্ট পোর্টেবিলিটির সুবিধায় তাঁরা উপকৃত হবেন। একই সঙ্গে পলিসি বিক্রির পর অন্যান্য পরিষেবা আরও ভাল হবে বলেও মনে করা হচ্ছে।