আরও পড়ুন- ফের আকাশে ফিরছে জেট এয়ারওয়েজ, বিমান পরিষেবা নিয়ে সংস্থার কী পরিকল্পনা রয়েছে ?
যে সমস্ত রুটে বিমান চালু হল ইন্ডিগোর, নিচে দেওয়া হল তালিকা
advertisement
রায়পুর-পুণে, লখনউ-রাঁচি, বেঙ্গালুরু-বিশাখাপত্তনম, চেন্নাই-ইনদওর, লখনউ-রায়পুর, মুম্বই-গুয়াহাটি, আহমেদাবাদ-ইনদওরের মতো বিভিন্ন রুটে বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো ৷
সংস্থার চিফ স্ট্র্যাটেজি এবং রেভেনিউ অফিসার সঞ্জয় কুমার জানান, ‘‘ আমাদের ডোমেস্টিক নেটওয়ার্কে ৩৮টা নতুন ফ্লাইট যোগ করতে পেরে আমরা খুশি ৷ যেভাবে বিভিন্ন রুটে ট্রাভেলের চাহিদা বাড়ছে ৷ তাতে এই ফ্লাইটগুলি দেশের মধ্যে কানেক্টিভিটি বাড়াতে সাহায্য করবে ৷ অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দেশের বিমান সেক্টরের আগামী ১০০ দিনের পরিকল্পনা ঘোষণা করেছেন ৷ বিমানবন্দর এবং হেলিপোর্টগুলির উন্নতিতেই এটি সাহায্য করবে ৷
সঞ্জয় কুমার আরও জানান, ‘‘দেশের পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ সবদিকেই বিমান যোগাযোগ ব্যবস্থা বাড়ানোয় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেই তা লাভজনক হবে ৷ আমরা এইভাবেই নতুন নতুন রুটে আগামী দিনেও পরিষেবা দেব ৷ যেমন যেমন ট্রাভেলের চাহিদা থাকবে, ঠিক সেভাবেই ৷ দেশের মধ্যে অন-টাইম বিমান পরিষেবা , তাও সাধ্যের মধ্যে দামে- এই কাজে সংস্থা (6E network) বদ্ধপরিকর ৷ ’’