আরও পড়ুন- ১৫ মিনিটে ঘরে আসবে মুদিখানার জিনিস; চালু হচ্ছে Ola-র নতুন পরিষেবা ‘Ola স্টোর’!
‘পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি’ বাড়ানোর পাশাপাশি বিমানের টিকিটে ইন্ডিগোর এই অফার অত্যন্ত ভালো ৷ মাত্র ১৪০০ টাকা থেকে শুরু হচ্ছে বিমানের টিকিট ৷ গত ২ নভেম্বর থেকেই শিলং ও ডিব্রুগড়ের মধ্যে ডিরেক্ট ফ্লাইট শুরু হয়েছে ৷ যে বিমানের টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ১৪০০ টাকা থেকে ৷ তাই আর ট্রেনে নয়, ছোট ছোট রুটে যাত্রা করলে বিমানেও অনেক কম খরচে যাত্রা করা সম্ভব ৷ এতে সময় বাঁচে এবং যাত্রাও অনেক আরামের হয় ৷
advertisement
ট্রেনে শিলং থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত যেতে যেখানে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে ৷ সেখানে বিমানে যেতে লাগে মাত্র ৭৫ মিনিট ৷ তাই ইন্ডিগোর এই অফার অত্যন্ত ভালো যাত্রীদের জন্য ৷
কোন রুটে কত বিমানের টিকিটের দাম দেখে নিন
জম্মু-লেহ- ১৮৫৪ টাকা
লেহ-জম্মু- ২৯৪৬ টাকা
ইনদওর- যোধপুর- ২৬৯৫ টাকা
প্রয়াগরাজ- ইনদওর- ২৭৩৫ টাকা
ইনদওর- প্রয়াগরাজ- ৩৬৩৭ টাকা
লখনউ-নাগপুর- ৩৪৭৩ টাকা
নাগপুর- লখনউ- ৩৪৭৩ টাকা