যদিও যে রিপোর্ট (Economic Survey 2022) পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি, মুদ্রস্ফীতি, সুদের হার হ্রাস পাওয়া। যে টের পাওয়া যাবে ভারতেও। অর্থনৈতিক সমীক্ষায় আপাতত মূল বিষয় হিসাবে কৃষি, শিক্ষা ও বেকারত্বকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, 'এই যাবতীয় পূর্বভাস করা হয়েছে কয়েকটি বিষয় মাথায় রেখে। যদি অতিমারির আর বড় কোনও প্রভাব না পড়ে, যদি স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হয়, যদি তেলের দাম আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু ৭০ থেকে ৭৫ মার্কিন ডলার থাকে, আর যদি আন্তর্জাতিক সাপ্লাই চেন আগামী বছরে আর কোনও ভাবে ব্যাহত না হয়, তাহলে ভারতের আর্থিক বৃদ্ধির হার এমনই থাকবে।'
advertisement
আরও পড়ুন: দু' বছর ধরে বৌদির সঙ্গে প্রেম, হঠাৎই মুখ ঘোরাল বৌদি, তারপর
এই মাসের শুরুতেই National Statistical Office (NSO)-এর তরফ থেকে একটি বৃদ্ধির পূর্বাভাসে বলা হয়েছিল, বর্তমান আর্থিক বৃদ্ধির হার থাকবে ৯.২ শতাংশ। The International Monetary Fund (IMF)-এর পূর্বাভাসে বলা হয় ২০২২-২৩ আর্থিক বর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে ৯ শতাংশ, ২০২৪-এ সেটা কমে হবে ৭.১ শতাংশ। গত বছরের থেকে এ বছরের পূর্বাভাস ২ শতাংশ কম।
আরও পড়ুন: জলাভূমিতে ভেসে উঠল দেহ, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে যুবকের খুনের অভিযোগ
রিপোর্টে উল্লেখ করা হয়েছে ভারত সরকারের ক্যাপিটাল এক্সপ্যানডিচার বৃদ্ধি পেয়েছে ১৩.৫ শতাংশ, এই বছর এপ্রিল থেকে নভেম্বরের হিসাব এখানে দেওয়া হয়েছে। একাধিক পরিকাঠামো উন্নয়নে খরচ করেছে সরকার। তৈরি করা হয়েছে রাস্তা, রেলট্র্যাক ও আবাসন। বর্তমান আর্থিক বর্ষ, অর্থাৎ ২০২১-২২ সালের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে এই খরচের পরিমাণ দাঁড়িয়েছে ২.৭৪ লক্ষ কোটি। তবে সমীক্ষার বলা হয়েছে, জলবায়ু অর্থনীতি আগামী দিনেও কঠিন চ্যালেঞ্জ হয়ে থাকবে।