TRENDING:

Indian Rupee Price Fall: পড়ছে ভারতীয় মুদ্রার দাম; অথচ এই রাজ্য হতে পারে লাভবান, উন্নত হতে পারে এই রাজ্যের অর্থনীতি!

Last Updated:

Indian Rupee Price Fall: করোনা মহামারীর আগে বিদেশ থেকে ভারতে যে পরিমাণ টাকা আসত তার ১৯ শতাংশ আসত কেরলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুঅনন্তপুরম: মার্কিন ডলার (Dollar) এবং অন্যান্য পশ্চিমি দেশের মুদ্রার তুলনায় দুর্বল হয়ে গিয়েছে ভারতীয় মুদ্রা। এর ফলে ভারতের অর্থনীতির উপর প্রভাব পড়লেও দেশের একটি রাজ্য কেরল এর ফলে হতে পারে লাভবান। বিশেষজ্ঞরা বলছেন, ডলারের অনুপাতে ভারতীয় মুদ্রা দুর্বল হওয়ার কারণে বিদেশে কর্মরত কেরলের মানুষেরা তাঁদের নিজ রাজ্যে পাঠাতে পারবেন আরও বেশি অর্থ। এর ফলে এই রাজ্যের অর্থনীতি ব্যবস্থার উন্নতি ঘটতে পারে। প্রায় ৩৪ লক্ষ কেরলের মানুষ বর্তমানে বিদেশে কাজ করেন। তাঁদের মধ্যে ৯০ শতাংশ মানুষ বাস করেন খাঁড়ি দেশগুলিতে।
পড়ছে ভারতীয় মুদ্রার দাম! অথচ এই রাজ্য হতে পারে লাভবান, উন্নত হতে পারে অর্থনীতি
পড়ছে ভারতীয় মুদ্রার দাম! অথচ এই রাজ্য হতে পারে লাভবান, উন্নত হতে পারে অর্থনীতি
advertisement

করোনা মহামারীর আগে বিদেশ থেকে ভারতে যে পরিমাণ টাকা আসত তার ১৯ শতাংশ আসত কেরলে। ২০২১ সালে, বিদেশ থেকে ভারতে এসেছে ৮৭ বিলিয়ন ডলার, যেখানে ২০২০ সালে এসেছিল ৮৩ বিলিয়ন ডলার। বর্তমানে সরকারকে না জানিয়ে প্রবাসী ভারতীয়রা ভারতে বসবাসরত আত্মীয়দের ১০ লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারবে, এমনই অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে বিদেশ থেকে ভারতে আসা অর্থ আরও বাড়বে এবং সবচেয়ে বেশি লাভবান হবে কেরল।

advertisement

আরও পড়ুন- জ্বালানি বাঁচবে অনেকটা! কলকাতায় এল নতুন পরিবেশবান্ধব গাড়ি Urban Cruiser Hyryder! জানুন বিশদে

বাড়ছে কেরলের রেমিট্যান্স

একটি রিপোর্ট অনুযায়ী, ডলারের অনুপাতে ভারতীয় মুদ্রার ঐতিহাসিক স্তরে পতন হওয়ার পরও কেরলের রেমিট্যান্স অর্থাৎ বিদেশ থেকে আসা অর্থ ফের বৃদ্ধি পেতে শুরু করেছে। আগামী মাসে এটি আরও বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। লুলু ফিনান্সিয়াল হোল্ডিংসের একজন সিনিয়র একজিকিউটিভ বলেছেন, খাঁড়ি দেশগুলিতে ছুটির মরসুম হওয়ায় এবং ভারতীয় মুদ্রা দুর্বল থাকার কারণে কেরলে বৃদ্ধি পেয়েছে বিদেশি রেমিট্যান্স। ১২ জুলাই, ডলারের অনুপাতে ভারতীয় মুদ্রা ৭৯.৬০-তে বন্ধ হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কেরলের ব্যাঙ্কগুলির এনআরআই অ্যাকাউন্টগুলিতে অর্থ জমা কম করা হচ্ছে। এর একটি কারণ হল মানুষ বিদেশ থেকে আসা টাকা ব্যাঙ্কে রাখার বদলে খরচ করতে বেশি পছন্দ করছেন। এছাড়া কম সুদের হারও এর একটি বড় কারণ। সুদের হার বৃদ্ধি পেলে এই প্রবণতা উল্টে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Rupee Price Fall: পড়ছে ভারতীয় মুদ্রার দাম; অথচ এই রাজ্য হতে পারে লাভবান, উন্নত হতে পারে এই রাজ্যের অর্থনীতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল