আরও পড়ুন: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না, শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা
এক মিনিটে রেলের ১৩ থেকে ২০ হাজার টাকার লোকসান হতে পারে -
আরটিআই-এ পাওয়া একটি তথ্য অনুযায়ী, ডিজেল চালিত প্যাসেঞ্জার ট্রেন এক মিনিট দাঁড়িয়ে গেলে ২০,৪০১ টাকার লোকসান হয়ে থাকে ৷ ইলেকট্রিক ট্রেনের ক্ষেত্রে লোকসান হয় ২০,৪৫৯ টাকা ৷ একই ভাবে ডিজেল চালিত গুডস ট্রেন এক মিনিট দাঁড়ালে ১৩,৩৩৪ টাকা ও ইলেকট্রিক ট্রেনের ১৩,৩৯২ টাকার লোকসান হয়ে থাকে ৷ এই লোকসান সরাসরি রেলের হয়ে থাকে ৷
advertisement
আরও পড়ুন: ফিজিক্যাল সোনা না কি ডিজিটাল সোনা? বিনিয়োগে সুবিধা কোনটায়? জানালেন বিশেষজ্ঞরা!
কোনও কারণ ছাড়া ট্রেন দাঁড়িয়ে গেলে সুরক্ষা ও ট্রাফিকের জেরে পিছনের অন্যান্য ট্রেনকেও আটকে দেওয়া হয় ৷ এই ভাবে একটি ট্রেন আটকে যাওয়া আরও একাধিক ট্রেন আটকে যায় ৷ সে ক্ষেত্রে যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হলে রেলের লোকসান আরও বেড়ে যায় ৷
আরও পড়ুন: দিনে কমপক্ষে ৫, ১০ টাকা বিনিয়োগ করুন, মনে করাবে অ্যাপ, ডাউনলোড করেছেন?
রিপোর্ট অুযায়ী, আগ্রায় ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ পর্যন্ত ৩৩৬০ পশুর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে, ঝাঁসিতে সংখ্যাটা ছিল ৪৩০০ ৷ সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বৃদ্ধি পাচ্ছে ট্রেনের ধাক্কায় গবাদি পশুর মৃত্যুর ঘটনা। এর মধ্যে বেশিরভাগ ঘটনা ঘটেছে উত্তর ও উত্তর-মধ্য রেলেই।