TRENDING:

Indian Railways: ট্রেনের ধাক্কায় পশু মৃত্যুতে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে রেলের ! কিন্তু কেন ?

Last Updated:

Indian Railways: কোনও কারণ ছাড়া ট্রেন দাঁড়িয়ে গেলে সুরক্ষা ও ট্রাফিকের জেরে পিছনের অন্যান্য ট্রেনকেও আটকে দেওয়া হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়ে থাকা বিভিন্ন পশুর ৷ এটা অত্যন্ত সামান্য বিষয় হলেও ভারতের রেলের কাছে এটা বেশ বড় ব্যাপার ৷ জানা গিয়েছে, প্যাসেঞ্জার ও মালগাড়ি ধাক্কার ক্ষেত্রে রেলকে আলাদা আলাদা চার্জ দিতে হয় ৷ গত দু’তিন বছরে ট্রেনের ধাক্কায় পশু মৃত্যুর ঘটনা বেশ অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এর জেরে ১৫-১৫ মিনিট পর্যন্ত ট্রেন লেট হয়ে গিয়ে থাকে ৷ বেশ কিছু বিশেষ ট্রেন রয়েছে যেখানে ট্রেন লেট হওয়ায় যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হয় রেলকে ৷
advertisement

আরও পড়ুন: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না, শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা

এক মিনিটে রেলের ১৩ থেকে ২০ হাজার টাকার লোকসান হতে পারে -

আরটিআই-এ পাওয়া একটি তথ্য অনুযায়ী, ডিজেল চালিত প্যাসেঞ্জার ট্রেন এক মিনিট দাঁড়িয়ে গেলে ২০,৪০১ টাকার লোকসান হয়ে থাকে ৷ ইলেকট্রিক ট্রেনের ক্ষেত্রে লোকসান হয় ২০,৪৫৯ টাকা ৷ একই ভাবে ডিজেল চালিত গুডস ট্রেন এক মিনিট দাঁড়ালে ১৩,৩৩৪ টাকা ও ইলেকট্রিক ট্রেনের ১৩,৩৯২ টাকার লোকসান হয়ে থাকে ৷ এই লোকসান সরাসরি রেলের হয়ে থাকে ৷

advertisement

আরও পড়ুন: ফিজিক্যাল সোনা না কি ডিজিটাল সোনা? বিনিয়োগে সুবিধা কোনটায়? জানালেন বিশেষজ্ঞরা!

কোনও কারণ ছাড়া ট্রেন দাঁড়িয়ে গেলে সুরক্ষা ও ট্রাফিকের জেরে পিছনের অন্যান্য ট্রেনকেও আটকে দেওয়া হয় ৷ এই ভাবে একটি ট্রেন আটকে যাওয়া আরও একাধিক ট্রেন আটকে যায় ৷ সে ক্ষেত্রে যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হলে রেলের লোকসান আরও বেড়ে যায় ৷

advertisement

আরও পড়ুন: দিনে কমপক্ষে ৫, ১০ টাকা বিনিয়োগ করুন, মনে করাবে অ্যাপ, ডাউনলোড করেছেন?

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

রিপোর্ট অুযায়ী, আগ্রায় ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ পর্যন্ত ৩৩৬০ পশুর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে, ঝাঁসিতে সংখ্যাটা ছিল ৪৩০০ ৷ সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বৃদ্ধি পাচ্ছে ট্রেনের ধাক্কায় গবাদি পশুর মৃত্যুর ঘটনা। এর মধ্যে বেশিরভাগ ঘটনা ঘটেছে উত্তর ও উত্তর-মধ্য রেলেই।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: ট্রেনের ধাক্কায় পশু মৃত্যুতে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে রেলের ! কিন্তু কেন ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল