TRENDING:

Indian Railways | Lower Berths: সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনের টিকিট বুকিং করছেন? কীভাবে ‘কনফার্মড’ লোয়ার বার্থ পাওয়া সম্ভব?

Last Updated:

Lower Berths for Senior Citizens: প্রবীণ নাগরিকদের জন্য নিশ্চিত লোয়ার বার্থ পাওয়ার কোটার সুযোগ নিতে হলে তাঁদের টিকিট আলাদা করেই কাটতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ট্রেনে সফর করার সময় এসি থ্রি টিয়ার হোক,  কিংবা টু ৷ লোয়ার বার্থ পাওয়ার জন্য অনেকেই চেষ্টা করেন ৷ বুকিংয়ের সময়েই লোয়ার বার্থ কনফার্ম হয়ে গেলে ভালো ৷ নাহলে ট্রেনে উঠেই তা ‘ম্যানেজ’ করতে হয় ৷ বিশেষ করে প্রবীণ যাত্রীদের জন্য লোয়ার বার্থ অত্যন্ত জরুরী ৷ তাই বয়স্ক মানুষকে নিয়ে ট্রাভেল করলে অন্তত তাঁদের জন্য লোয়ার বার্থ বুক করতে প্রত্যেক পরিবারই চায় ৷ কিন্তু সমস্যাটা হল, তা পাওয়াটা ৷ কেন লোয়ার বার্থ সবসময়ে প্রবীণদের জন্য পাওয়া সম্ভব হয় না, তার কারণ জানিয়েছে আইআরসিটিসি ৷
advertisement

আরও পড়ুন- ভবানীপুরে তৃণমূলের নজরে বহুতল, নয়া কৌশলে মহিলা ব্রিগেডকে মাঠে নামাচ্ছে শাসক দল

প্রবীণদের জন্য কী ভাবে কোটার সুবিধা নিয়ে অনলাইনে টিকিট কাটার সময় লোয়ার বার্থ বুকিং করা যায়, সম্প্রতি তা জানতে এক ব্যক্তি রেলমন্ত্রীকে ট্যুইটারে লিখে ট্যাগ করেন ৷ তিনি জানান, মোট তিন জন প্রবীণের টিকিট তিনি কাটলেও মাত্র একজনেরই লোয়ার বার্থ কনফার্ম হয়েছিল ৷ বাকি দুটি সিট ছিল আপার এবং লোয়ার ৷ কিন্তু কোনও বয়স্ক ব্যক্তির পক্ষে আপার বার্থে ট্রাভেল করা প্রায় অসম্ভব ৷ এই সমস্যার যাতে সমাধান করা যায়, তা জানিয়েই ট্যুইট করেছিলেন ওই ব্যক্তি ৷ আইআরসিটিসি-র (Indian Railways Seva) পক্ষ থেকে তাঁকে এর জবাবও দেওয়া হয়েছে ট্যুইটে ৷

advertisement

advertisement

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ট্যুইটে জানানো হয়, প্রবীণ নাগরিক পুরুষদের ক্ষেত্রে ৬০ এবং মহিলাদের ক্ষেত্রে ৪৫ বছর বয়সীদের ক্ষেত্রেই কনফার্ম লোয়ার বার্থ বুক করা সম্ভব ৷ কিন্তু একসঙ্গে তিনজন বা তার বেশি প্রবীণের টিকিট কাটলে সবার জন্য লোয়ার বার্থ বুক করা সম্ভব হয় না ৷ শুধুমাত্র একজন বা দু’জনের জন্য টিকিট কাটলেই নিশ্চিত লোয়ার বার্থ পাওয়া সম্ভব ৷ অর্থাৎ, প্রবীণ নাগরিকদের জন্য নিশ্চিত লোয়ার বার্থ পাওয়ার কোটার সুযোগ নিতে হলে তাঁদের টিকিট আলাদা করেই কাটতে হবে। ওই কোটার সুবিধা পাওয়ার জন্য সর্বধিক দু’জন সিনিয়র সিটিজেনের টিকিট কাটা যেতে পারে। তাহলেই নিশ্চিতভাবে লোয়ার বার্থ পাওয়া সম্ভব ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways | Lower Berths: সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনের টিকিট বুকিং করছেন? কীভাবে ‘কনফার্মড’ লোয়ার বার্থ পাওয়া সম্ভব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল