রেল সূত্রে খবর, প্রায় ৩৫০টি ট্রেন বাতিল হয়েছে। এর মধ্যে ২৭২টি ট্রেন সম্পূর্ণ রূপে এবং ৭৮টি ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে। তবে কী কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে, তার কোনও স্পষ্ট কারণ দর্শানো হয়নি। সাধারণত অপারেশনাল সমস্যার কারণেই ট্রেন বাতিল করা হয়। আসলে অনেক সময় ট্রেনের লাইনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, তা মেরামত করতে দেরি হলে কিংবা অন্য নানা সমস্যার জেরেই ট্রেন বাতিল হয়। কিন্তু এ-দিকে আবার শীতের মরশুম হাজির। ফলে এই সময় কুয়াশার কারণে প্রচুর সংখ্যক ট্রেন বাতিল করা হবে। আর এই কারণে চরম বিপাকে পড়তে পারেন রেলযাত্রীরা।
advertisement
মঙ্গলবার বাড়ি থেকে বেরোনোর আগে এক বার বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা দেখে নিতে হবে। এ ছাড়া রেল ৩০টি ট্রেনকে ডাইভার্টও করে দিয়েছে। এর পাশাপাশি ৬টি ট্রেনের সময়সূচীও পুনর্নির্ধারণ করা হয়েছে। এটাও হতে পারে যে, কিছু কিছু ট্রেনের স্টেশনও পরিবর্তন হতে পারে। তাই সে-দিকটাতেও যাত্রীদের নজর দেওয়া উচিত। মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, সুপারফাস্ট এবং লোকাল ট্রেনের ক্ষেত্রেও এই পরিবর্তন করা হয়েছে।
বাড়ি থেকে বেরোনোর আগে কী ভাবে ট্রেনের স্টেটাস চেক করতে হবে?
ভারতীয় রেলের বেশির ভাগ পরিষেবাই এখন অনলাইনে উপলব্ধ। এমনকী অনলাইনে ট্রেনের স্টেটাসও দেখা যাবে। ভারতীয় রেলওয়ে এবং আইআরসিটিসি-র ওয়েবসাইটে বাতিল হওয়া, পুনঃনির্ধারিত এবং ডাইভার্ট করা ট্রেন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ফলে ঘরে বসেই চেক করে নেওয়া যেতে পারে ট্রেনের অবস্থা।
ট্রেনের স্টেটাস জানতে রেলওয়ের ওয়েবসাইট https://enquiry.indianrail.gov.in/mntes অথবা IRCTC ওয়েবসাইট https://www.irctchelp.in/cancelled-trains-list/#list2 লিঙ্কে যেতে হবে। ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে কী ভাবে ট্রেনের স্টেটাস জানতে হবে, তা জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: West Midnapore News: এমএ পাস করেও চাকরি পাননি, অন্য পেশা বেছেছেন মেদিনীপুরের লাল্টু
ট্রেনের স্টেটাস জানতে enquiry.indianrail.gov.in/mntes/ -এ যেতে হবে।
এখানে গিয়ে পূরণ করতে হবে ক্যাপচা।
এখন Exceptional Trains অপশন দেখা যাবে।
এর পর Exceptional Trains অপশনে ক্লিক করতে হবে।
এখানে বাতিল, পুনঃনির্ধারিত এবং ডাইভার্টেড ট্রেনের বিকল্প দেখা যাবে।
এখানে ক্লিক করে যাত্রীরা বাতিল, পুনঃনির্ধারিত এবং ডাইভার্ট করা ট্রেন সম্পর্কে খোঁজ নিতে পারবেন।
Train Exceptional info-এ ক্লিক করে ট্রেনের নাম অথবা নম্বর দিয়ে তার স্টেটাস চেক করে নিতে পারবেন।
আরও পড়ুন: Murshidabad Food: তিলের খাজা খেতে মজা! তৈরি হচ্ছে শীতের মরশুমে লালগোলায়
রিফান্ড করবে রেল:
ট্রেন বাতিল হলে টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা। আইআরসিটিসি ওয়েবসাইট থেকে ই-টিকিট বুকিং করা যাত্রীদের টিকিট স্বয়ংক্রিয় ভাবে ফেরত দেওয়া হয় বা রিফান্ড করা হয়। ট্রেন বাতিলের ক্ষেত্রে রিফান্ড করা টাকা যাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট/ক্রেডিট কার্ড/ই-ওয়ালেটে জমা হবে, যেখান থেকে টিকিটের জন্য অর্থ প্রদান করা হয়েছে। রিজার্ভেশন কাউন্টার থেকে কাটা টিকিট ট্রেনের নির্ধারিত ডিপারচারের প্রায় ৭২ ঘণ্টা পরে কম্পিউটারাইজড রিজার্ভেশন কাউন্টারে বাতিল করা যেতে পারে।