আরও পড়ুন– মোদিকে কটাক্ষ করে কংগ্রেসের পোস্ট সমর্থন পেল পাকিস্তানে ! নেটদুনিয়া ধিক্কারে সরব
সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে, পাকিস্তানও জানিয়েছে তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনও দেশে বাণিজ্যের জন্যও তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। বস্তুত, বুধবার রাতেই ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছিল সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখছে ভারত। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না-করা পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় থাকবে। ভারতের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে পাকিস্তান। রয়টার্স অনুসারে, সিন্ধু জলচুক্তি নিয়ে দিল্লির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। শুধু তা-ই নয়, নিজেদের আকাশসীমাও ভারতকে আর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
advertisement
এদিকে কাশ্মীরে জঙ্গিহানার এক সপ্তাহ পার। এখনও থমথমে পহেলগাঁও। আতঙ্ক নিয়েই অনেক পর্যটক গিয়েছেন পহেলগাঁওয়ে। তালিকায় রয়েছেন বাঙালিরাও। পশ্চিমবঙ্গের একাধিক পর্যটকদের দল পহেলগাঁওয়ে। রক্তাক্ত ভূস্বর্গ। কাশ্মীরের পহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি করা হয়।
গত ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিদের তাণ্ডবে ২৬ জনের প্রাণ যায়। এই ছবি দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। সেই ঘটনার এক সপ্তাহ পরেও থমথমে পহেলগাঁও। ছন্দে ফেরার জোর চেষ্টা করছেন স্থানীয়রা। শুনশান পহেলগাঁওয়ে আতঙ্কের ছবিটা স্পষ্ট। আতঙ্ক নিয়েই অনেক পর্যটক গিয়েছেন পহেলগাঁওয়ে। তালিকায় বাঙালিরাও রয়েছেন। আতঙ্ককে জয় করেও বাঙালিরা পহেলগাঁওয়ে। তাঁরা জঙ্গিদের জিততে দেবেন না।
বৈসরনে জঙ্গিহানায় প্রাণ হারান পশ্চিমবঙ্গের তিন জন। এদের মধ্যে একজন বৈষ্ণবঘাটার বিতান অধিকারী। সেই জঙ্গিহানার এক সপ্তাহ পরে পহেলগাঁওয়ে তাঁর পারিবারিক বন্ধুরা। দুর্গাপুর থেকে কাশ্মীরে গিয়েছেন সস্ত্রীক স্বপন মুখোপাধ্যায়।