TRENDING:

বিশ্বের প্রথম ৩ ধনী দেশে স্থান পেতে চলেছে ভারত, জানালেন মুকেশ আম্বানি

Last Updated:

মুকেশ আম্বানি যখন শিল্প বিপ্লবের কথা বলছেন, তখন বুঝতে হবে কোনও যুগান্তকারী পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ভারতবাসী৷ শিল্প বিপ্লব ও বিশ্বের অন্যতম ধনী দেশ হওয়ার এই প্রক্রিয়ায় RIL চেয়ারম্যান ভরসা রাখছেন দেশের লক্ষ লক্ষ টেক-স্যাভি যুব সম্প্রদায়ের উপরেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বেশি দেরি নেই৷ অদূর ভবিষ্যতেই আরও একটি শিল্প বিপ্লব বিশ্বকে দেখাতে চলেছে ভারত৷ চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে থেকে নেতৃত্বদানের অবস্থায় পৌঁছে গিয়েছে ভারত৷ শুধু তাই নয়, বিশ্বের প্রথম ৩ ধনী দেশের মধ্যে একটি হতে চলেছে আমাদের দেশ৷ মঙ্গলবার ২৪তম MobiCom কনফারেন্সের মঞ্চে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ আম্বানির দৃঢ় ঘোষণায় আবার প্রমাণিত হল, জগত্‍‌ সভায় শ্রেষ্ঠ আসনেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি৷
advertisement

মুকেশ আম্বানি যখন শিল্প বিপ্লবের কথা বলছেন, তখন বুঝতে হবে কোনও যুগান্তকারী পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ভারতবাসী৷ শিল্প বিপ্লব ও বিশ্বের অন্যতম ধনী দেশ হওয়ার এই প্রক্রিয়ায় RIL চেয়ারম্যান ভরসা রাখছেন দেশের লক্ষ লক্ষ টেক-স্যাভি যুব সম্প্রদায়ের উপরেই৷

আরও ভিডিও: জিও ফোন ২-এ মিলবে অত্যাধুনিক এই ফিচারগুলি

advertisement

তাঁর কথায়, 'ডিজিটাল ভারত গড়ার পথে মাত্র ২৪ মাসেই বিশ্বে ওয়্যারলেস ব্রডব্যান্ড টেকনোলজি অ্যাডপশনে ১৫৫ তম স্থানে চলে এসেছে ভারত৷ অসাধারণ অগ্রগতি৷' ১৯৯০-এর দশকে যখন রিলায়েন্স তেল পরিশোধনাগার ও পেট্রোকেমিক্যাল প্রকল্প গড়ছে, তখন ভারতের জিডিপি ছিল প্রায় ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার৷ সবে আর্থিক সংকট থেকে বেরিয়েছে৷ সেই দিনগুলির কথা স্মরণ করে মুকেশ আম্বানি বলেন, 'বিশ্বের খুব কম দেশই ভেবেছিল, আমাদের দেশের ভবিষ্যত্‍‌ উজ্জ্বল৷ বর্তমানে আমাদের জিডিপি ৩ ট্রিলিয়ান মার্কিন ডলার৷ বিশ্বের প্রথম ৩ ধনী দেশ হওয়ার পথে ভারত৷'

advertisement

সবচেয়ে ধনী ভারতীয় মুকেশ আম্বানির বক্তব্য, মোবাইল ডেটা সহজলভ্য হওয়ার জেরে যুব ভারত তাদের নিত্যনতুন চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার জন্য একটি বিশাল উর্বর জমি পেয়েছে৷ তাঁর কথায়, 'আমি নিশ্চিত ভাবে বলছি, আগামী দু দশকের মধ্যে বিশ্বকে লিড করবে ভারত এবং বিশ্ব অর্থনীতিতে পরবর্তী ঢেউ আনতে চলেছে ভারতই৷ এখন চতুর্থ শিল্প বিপ্লব দায়িত্ব আমাদের উপর৷ আমি বলছি, চতুর্থ শিল্প বিপ্লবে শুধু অংশই নেবে না ভারত, বিপ্লবের নেতৃত্ব দেবে৷'

advertisement

আম্বানি বলেন, 'ভারতের লক্ষ লক্ষ টেক-স্যাভি যুবসম্প্রদায়ই দেশের শক্তি৷ ভাবুন তো, কয়েকশো কোটি এই ক্ষুরধার মস্তিষ্ক এক হলে, কী ঘটতে পারে! স্টার্ট-আপের জন্য বিশাল ও উর্বর জমি ভারত৷'

ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে স্কুলস্তর থেকে ছেলেমেয়েদের ডিজিটালি স্যাভি করে তুলতে হবে বলেও মনে করছেন মুকেশ আম্বানি৷ তিনি বলেন, 'জিও-র সৌজন্যে ফিক্সড ব্রডব্যান্ডে ভারত ১৩৪ নম্বরে৷ আমাদের লক্ষ্য ওই র‌্যাঙ্কিংয়ে প্রথম তিনে নিয়ে যাওয়া৷'

advertisement

আরও ভিডিও: জিও ধামাকা! আবার কী অফার ঘোষণা করলেন মুকেশ আম্বানি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিশ্বের প্রথম ৩ ধনী দেশে স্থান পেতে চলেছে ভারত, জানালেন মুকেশ আম্বানি