আরও পড়ুন: ২ টাকা পর্যন্ত কমতে পারে পেট্রোল-ডিজেল! কী প্ল্যান করছে সরকার
সরকার পাম তেলের উপর ধার্য করা আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে ১১ শতাংশ বাড়িয়ে দিয়েছে। কেন্দ্র দ্বারা জারি করা বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে যে, এই তেলের দাম টন প্রতি ৮৫৮ ডলার থেকে বাড়িয়ে ৯৫২ ডলার করা হয়েছে। অন্য দিকে আবার, আরবিডি পাম তেলের শুল্ক টন প্রতি ৯০৫ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৯৫২ ডলার করা হয়েছে। অন্যান্য পাম তেলের দাম এর আগে ছিল টন প্রতি ৮২২ ডলার, যা বাড়িয়ে ৯৬৭ ডলার করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: চাকরিজীবীদের জন্য বড় খবর-খুশির খবর, অবসরের বয়স ও পেনশনের টাকা বৃদ্ধির সম্ভাবনা
সাধারণত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, রাশিয়া এবং ইউক্রেনের মতো দেশ থেকেই পাম তেল আমদানি করে থাকে ভারত। পাম তেল একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যার ব্যবহার প্রায় সব কিছুতেই হয়ে থাকে। যেমন - খাবারদাবার তৈরি কিংবা রান্নাবান্না থেকে শুরু করে সাবান এবং শ্যাম্পু তৈরির ক্ষেত্রেও এই তেল ব্যবহার করা হয়ে থাকে। এই পাম তেলের নির্দিষ্ট কোনও গন্ধ না-থাকার ফলে এটি বহুবিধ কাজে ব্যবহৃত হয়।
আর পাম তেলের দাম বৃদ্ধি পাওয়ায় লাভবান হবেন দেশের কৃষকরা। অনুমান করা হচ্ছে যে, দেশে উৎপাদিত তেলের দাম বাড়তে পারে। ভারতেও এই তেলের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে এই শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে আমজনতার জীবনে। কারণ শ্যাম্পু, সাবান, টুথপেস্ট, ভিটামিন ট্যাবলেট এবং মেক-আপের সরঞ্জাম-সহ একাধিক পণ্য তৈরি করতে সাধারণত পাম তেলই ব্যবহার করা হয়। চকোলেট শিল্পেও পাম তেলের ব্যাপক ব্যবহার রয়েছে। অন্য দিকে, পেট্রোল এবং ডিজেলে যে জৈব জ্বালানি ব্যবহৃত হয়, তা আসলে হল পাম তেলই। এমনকী রান্নার কাজেও প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এই পাম তেল।