মানুষের মধ্যে এই বিভ্রান্তি কেন হচ্ছে?
অলোক কুমারের মতো অনেকে বেতনভোগী কর্মচারীরা তাঁদের আয়কর রিটার্ন নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন। তাঁদের কথা অনুযায়ী মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে, তাহলে আবার নতুন করে আয়কর রিটার্ন দাখিল করার কথা বলা হচ্ছে কেন? এর উত্তর হল, করোনা মহামারীর কারণে গত বছর সরকার আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ অনেকবার এগিয়ে দিয়েছিল এবং বলা হয়েছিল জরিমানার সঙ্গে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত ফাইল করা যেতে পারে। তবে ২০২০-২১ আর্থিক বছর ও ২০২১-২২ মূল্যায়ণ বছরের জন্য ছিল এই রিটার্ন। এতে মোট আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে ৬.৬৩ কোটি।
advertisement
আরও পড়়ুন: বিপুল সস্তা হল সোনা, গত ৯ মাসের নিরিখে সর্বনিম্ন, দেখে নিন ১০ গ্রামের লেটেস্ট দাম
বর্তমানে আয়কর বিভাগ কী মেসেজ পাঠাচ্ছে?
গত আর্থিক বছর ২০২১-২২ ও মূল্যায়ন বছর ২০২২-২৩ এর জন্য নতুন মেসেজ বা ইমেল পাঠাচ্ছে আয়কর বিভাগ। এই কারণে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং এর ফলে তাঁরা এসব মেসেজ বা ইমেলকে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু এমন করলে সমস্যায় পড়তে হতে পারে। তাই মনে রাখতে হবে যে আয়কর বিভাগ থেকে আসা নতুন মেসেজটি বর্তমান মূল্যায়ন বছরের জন্য পাঠানো হয়েছে এবং ৩১ মার্চের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলেও, নতুন সময়সীমার আগে আবার দাখিল করতে হবে আয়কর রিটার্ন।
আরও পড়়ুন: শীঘ্রই পরিবর্তন হবে পেনশনের নিয়ম? ৭৩ লক্ষ পেনশনভোগীর জীবনকে সহজ করবে এই পদক্ষেপ!
রিটার্ন দাখিলের সময়সীমা
ক্রমাগত মেসেজ, ই-মেইল ও ট্যুইটের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করার জন্য বলছে আয়কর বিভাগ। আয়কর বিভাগের তরফ থেকে পাঠানো মেসেজ অনুযায়ী, ২০২২-২৩ মূল্যায়ণ বছরের আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ২০২২-এর ৩১ জুলাই। রিটার্ন দাখিল করার আগে করদাতাদের ফর্ম ২৬AS ও বার্ষিক তথ্য বিবৃতি (AIS) যাচাই করে নেওয়ার কথাও বলেছে আয়কর বিভাগ।