একটি নির্ধারিত সময়ের মধ্যে এই অ্যাকাউন্টগুলিতে পড়ে থাকা টাকা যদি কেউ ক্লেম না-করেন, তা-হলে সেটিকে নিষ্ক্রিয় হিসেবে গণ্য করা হয়। এই অ্যাকাউন্টগুলিতে টাকা অনেক দিন ধরে পড়ে থাকার পর সেই টাকা ভিন্ন ভিন্ন তহবিলে পাঠিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: ১ লক্ষ টাকা বিনিয়োগে ৩৭ কোটি টাকা রিটার্ন! জানুন এই মাল্টিব্যাগার স্টকের বিষয়ে!
advertisement
একটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাওয়ার একাধিক কারণ থাকতে পারে। যেমন - অ্যাকাউন্টধারীর মৃত্যু। এ-ক্ষেত্রে মৃতের পরিবারের কাছে অ্যাকাউন্ট সম্পর্কিত যথাযথ তথ্য থাকে না বলেই এটা হয়। এ-ছাড়াও অ্যাকাউন্টধারী যদি ভুল ঠিকানা অথবা ভুল নমিনি দিয়ে থাকেন, তা-হলেও অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। আবার এমন হয়, অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টের মালিক নিজের অ্যাকাউন্টের বিষয়ে ভুলেই যান। ফলে একটি নির্ধারিত সময়ের মধ্যে ক্লেম না-করায় টাকা অ্যাকাউন্টেই পড়ে থেকে যায়।
সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার ফান্ড:
পিপিএফ, পোস্ট অফিস, সেভিংস অ্যাকাউন্ট, ইপিএফ, আরডি এবং ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট থেকে দাবি না-করা টাকা এসসিএফসি ফান্ডে জমা করা হয়। এই তহবিলটি ২০১৫ সালে তৈরি করা হয়েছিল। এই ফান্ডে অর্থ স্থানান্তর করার আগে পিপিএফ, ইপিএফ, আরডি পরিচালনাকারী সংস্থাগুলি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের অর্থ তুলে নেওয়ার নির্দেশ দেয়। অ্যাকাউন্টের মেয়াদ শেষ হওয়ার ৭ বছরের মধ্যে টাকা তোলা না-হলে তা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ডে পাঠানো হয়। আর ওই তহবিলে অর্থ স্থানান্তরের ২৫ বছরের মধ্যে আমানতকারী তাঁর অর্থ উত্তোলন করতে পারেন।
আরও পড়ুন: ১ অক্টোবর থেকে বদলে যেতে চলেছে ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত বড় নিয়ম !
ইনভেস্টার এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড:
মিউচুয়াল ফান্ড এবং স্টকের সঙ্গে সম্পর্কিত দাবিহীন অর্থ এই তহবিলে জমা করা হয়। যদি অ্যাকাউন্টের মালিক ৭ বছরের মধ্যে মিউচুয়াল ফান্ডের টাকা এবং রিটার্ন ক্লেম না-করেন, তা-হলে আইইপিএফ-এ ওই টাকা পাঠানো হয়। অ্যাকাউন্টধারী নিজের দাবিহীন অর্থ সম্পর্কিত তথ্য আইইপিএফ ওয়েবসাইটে পেয়ে যাবেন।
ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড:
যদি কোনও গ্রাহক নিজের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে ১০ বছরের জন্য কোনও লেনদেন না-করেন, তা-হলে সেই অ্যাকাউন্টে জমা থাকা টাকা দাবিহীন হয়ে যাবে। এই অ্যাকাউন্টের অর্থ রিজার্ভ ব্যাঙ্কের ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে স্থানান্তর করা হয়। নিষ্ক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিতে যদি কোনও নমিনির নাম উল্লেখ করা থাকে, তবে তিনি সহজেই ওই অ্যাকাউন্টের টাকা ক্লেম করতে পারেন। সে-ক্ষেত্রে নমিনিকে অ্যাকাউন্টধারীর মৃত্যুর শংসাপত্র এবং কেওয়াইসি নথি জমা দিতে হবে।