আরও পড়ুন: হোলিতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে কত হল
প্যান ও আধার লিঙ্ক না করানোর সমস্যা এখানেই শেষ নয় ৷ ৩১ মার্চের মধ্যে এই কাজ না করালে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ৷ এর জেরে মিউচ্যুয়াল ফান্ড ও স্টকে বিনিয়োগ করতে সমস্যায় পড়তে হতে পারে ৷ এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেও সমস্যায় পড়তে হবে ৷ ৩১ মার্চের পর প্যান ও আধার লিঙ্ক করার জন্য অতিরিক্ত ১০০০ টাকা দিতে হবে ৷
advertisement
দিতে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা-
৩১ মার্চের পর কোনও ব্যাক্তি ইনভ্যালিড প্যান কার্ড প্রস্তুত করলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ এর সেকশন ২৭২N অনুযায়ী ১০ হাজার টাকার জরিমানা দিতে হতে পারে ৷ অন্যদিকে, প্যান কার্ড ছাড়া কোনও বড় অঙ্কের টাকার লেনদেন করতে পারবেন না ৷ ইনভ্যালিড প্যান কার্ড থেকে প্রত্যেক ট্রানজাকশনের জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে ৷
আরও পড়ুন: এই ৫ ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড তিন বছরে সর্বোচ্চ রিটার্ন দিয়েছে!
এই ভাবে চেক করে নিন স্টেটাস
প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে থাকলে এই ভাবে সহজেই স্টেটাস চেক করতে পারবেন ৷ এর জন্য আয়কর বিভাগের ওয়েবসাইটে https://www.incometax.gov.in/iec/foportal গিয়ে নীচের দিকে Link Aadhaar -এর বিকল্প সিলেক্ট করতে হবে ৷ নিজের স্টেটাস দেখার জন্য হাইপার লিঙ্ক Click here এ ক্লিক করতে হবে ৷ এখানে আপনার আধার ও প্যান কার্ডের ডিটেল দিতে হবে ৷ আপনার আধার ও প্যান লিঙ্ক করা থাকলে your PAN is linked to Aadhaar Number কনফার্মেশন দেখতে পাবেন ৷
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড বনাম এফডি, কোথায় বিনিয়োগ আপনার জন্য লাভজনক? দেখে নিন!
ওয়েবসাইটে কীভাবে লিঙ্ক করবেন আপনার প্যান ও আধার ?
- সবার প্রথমে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে যেতে হবে
- আধার কার্ডে দেওয়া নাম, প্যান নম্বর ও আধার নম্বর এন্টার করতে হবে
- ক্যাপচা কোড এন্টার করতে হবে
- Link Aadhaar বটনে ক্লিক করতেই লিঙ্ক হয়ে যাবে আপনার আধার ও প্যান
SMS এর মাধ্যমেও লিঙ্ক করতে পারবেন আধার ও প্যান-
এর জন্য আপনাকে ফোনে UIDPAN ১২ সংখ্যার আধার নম্বর ও ১০ অঙ্কের প্যান নম্বর টাইপ করতে হবে ৷ এই মেসেজটি 567678 বা 56161 নম্বরে পাঠিয়ে দিলেই লিঙ্ক হয়ে যাবে আপনার আধার ও প্যান ৷