বর্তমানে এমন বেশ কিছু শেয়ার রয়েছে, যেখানে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা মোটা টাকা রিটার্ন পেয়েছেন। কিন্তু এর মধ্যেও কয়েকটি মাল্টিব্যাগার শেয়ার রয়েছে, যা বিনিয়োগকারীদের করে তুলেছে কোটিপতি। বর্তমানে তেমনই দুটি মাল্টিব্যাগার শেয়ার হল শ্রী সিমেন্ট (Shree Cement) এবং সেরা স্যানিটারিওয়ার (Cera Sanitaryware)।
আরও পড়ুন: বিগত আর্থিক বর্ষের আইটিআর সংশোধন করা দরকার! সরকার সেই সুযোগ দিচ্ছে
advertisement
শ্রী সিমেন্ট ২১ বছরে বিনিয়োগকারীদের টাকা ৭৭০ গুণ বাড়িয়ে দিয়েছে। একই ভাবে সেরা স্যানিটারিওয়্যারের স্টক ১৫ বছরে ১ লাখ টাকা ১ কোটি টাকায় বদলে দিয়েছে।
মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী ২০০১ সালের ৬ জুলাই এনএসই-তে সিমেন্টের শেয়ার দর ছিল ৩০.৩০ পয়সা। ২০২২ সালের ৭ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার এই শেয়ার ৮.৪৩ শতাংশ বৃদ্ধি হয়ে ২৩৪,৮০ টাকায় পৌঁছে গিয়েছে। একই ভাবে ২০০১ সালের জুলাই মাস থেকে এখনও পর্যন্ত শ্রী সিমেন্টের শেয়ার বৃদ্ধি পেয়েছে প্রায় ৭৭৩৯১.৭৫ শতাংশ। শ্রী সিমেন্টের শেয়ার বিগত ১ মাসে ১০.৭৮ শতাংশ বৃদ্ধি হয়েছে। বিগত ১ বছরে শ্রী সিমেন্টের শেয়ারে ২৩.৭৫ শতাংশ পতন হয়েছে। কিন্তু এর মধ্যেও বিগত ৫ বছরে শ্রী সিমেন্টের শেয়ার তাদের বিনিয়োগকারীদের ২৫.৩০ শতাংশ রিটার্ন দিয়েছে।
১৩,০০০ টাকা বিনিয়োগ করে হয়েছেন কোটিপতি
যদি কোনও বিনিয়োগকারী ২০০১ সালের ৬ জুলাই শ্রী সিমেন্টের শেয়ারের ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তা হলে সেই ১ লাখ টাকা এখন ৭.৭৫ কোটি টাকা হয়ে গিয়েছে। একই ভাবে কোনও বিনিয়োগকারী যদি ২০০১ সালে এই শেয়ারের ১৩,০০০ টাকা বিনিয়োগ করে থাকেন, তা হলে সেই টাকার পরিমাণ এখন হয়েছে ১.৭৩ কোটি টাকা।
আরও পড়ুন: ৬দিনে টাকা ডবল! দেখে নিন কী করে সম্ভব হল
১৫ বছরে বৃদ্ধি
মিড-ক্যাপ স্টক সেরা স্যানিটারিওয়্যারের শেয়ার বুধবার ৪.১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৫৬০ টাকায় পৌঁছে গিয়েছে। বিগত ১ মাসে এই কোম্পানির শেয়ার ১৭.৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০৭ সালের নভেম্বর মাসে এই শেয়ার ৭০.৭৫ টাকায় ট্রেড করছিল। কিন্তু এখন এই শেয়ার পৌঁছে গিয়েছে ৫৫৬০ টাকায়। সুতরাং কোনও বিনিয়োগকারী যদি ২০০৭ সালে এই মাল্টিব্যাগার স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে, তা হলে সেই টাকা এখন ১.৫৭ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এই শেয়ার বিনিয়োগকারীদের ১৫ বছরের ভিতরে বোনাস শেয়ার দেওয়ার ফলে বিনিয়োগকারীদের বিনিয়োগ দ্বিগুণ হয়েছে।