১. সোনার দাম অবশ্যই দেখে নিন-
সোনার শুদ্ধতার উপর নির্ভর করে সোনার দাম ৷ ২৪ ক্যারেট সোনা সবচেয়ে শুদ্ধ, ফলে এর দাম বেশি ৷ সোনা কেনার সময় অবশ্যই সেই দিন সোনার দাম কত সেটা জানা দরকার ৷ বাজার দরের উপর নির্ভর করে সোনার দাম প্রতিদিন বদলাতে থাকে ৷
আরও পড়ুন: হাতে মাত্র ১২ দিন সময়, পেনশন হোল্ডাররা এবার বাড়িতে বসেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট
advertisement
২. সব সময় হলমার্ক দেওয়া গয়না কিনবেন
হলমার্ক সোনার শুদ্ধতার গ্যারান্টি দিয়ে থাকে ৷ সেই জন্য সব সময় হলমার্ক দেওয়া সোনা কিনবেন ৷ সোনার শুদ্ধতা প্রমান করার প্রক্রিয়াকে হলমার্কিং বলা হয়ে থাকে ৷
আরও পড়ুন: চাকরি ছেড়ে শুরু করুন এই ব্যবসা, আয় করবেন ১৫ লক্ষ টাকা !
৩. সোনার শুদ্ধা জেনে নিন
সোনার শুদ্ধতা ক্যারেটে দেখা হয় ৷ ২৪ ক্যারেট সোনা ৯৯.৯ শতাংশ শুদ্ধ ৷ ২২ ক্যারেট সোনা ৯২ শতাংশ শুদ্ধ ৷ সোনা কেনার সময় সব সময় শুদ্ধতা যাচাই করে নিন এবং সেই অনুযায়ী দাম হিসেব করে নিন ৷
৪. মেকিং চার্জ জেনে নিন
সোনার গয়নার ডিজাইনের উপর মেকিং চার্জ ঠিক করা হয় ৷ সেই কারণে মেশিনে তৈরি সোনার দাম সামান্য কম হয় ৷ তাই সোনার কেনার সময় অবশ্যই দোকানের মেকিং চার্জ এবং তার উপরে কী ছাড় এবং অফার রয়েছে জেনে নিন ৷
আরও পড়ুন: প্রকাশ্যে এল মিড সাইজ সেডান স্কোডা স্লাভিয়া, আকর্ষণীয় ফিচারযুক্ত এই গাড়ি মিলবে মাত্র ১১,০০০ টাকায়!
৫. ওজন দেখে নিন
ভারতীয় বাজারে সোনার দাম সাধারনত ওজনের উপর নির্ভর করে ৷ সোনা কেনার সময় অবশ্যই সোনার ওজন দেখে নিন ৷