ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (DIPAM) ৭ অক্টোবর সম্ভাব্য ক্রেতাদের থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) চেয়েছে ৷ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা করার শেষ তারিখ ১৬ ডিসেম্বর রাখা হয়েছে ৷ এই ডিলে সরকার এবং এলআইসি-র অংশের সঙ্গে আইডিবিআই ব্যাঙ্কের ম্যানেজমেন্ট কন্ট্রোলও ট্রান্সফার করা হবে ৷
আরও পড়ুন: উৎসবের মরশুমে নতুন ২ রঙে সাজল সুজুকি অ্যাকসেস ১২৫, কী কী বদল হল দেখে নিন!
advertisement
এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বৈধ থাকবে ১৮০ দিন পর্যন্ত
কেন্দ্র সরকার ও এলআইসি মিলে আইডিবিআই ব্যাঙ্কের মোট ৬০.৭২ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে ৷ কেন্দ্র সরকার ৩০,৪৮ শতাংশ এবং এলআইসি তাদের ৩০.২৪ শতাংশ অংশ বিক্রি করতে চলেছে ৷ যে সংস্থা এই অংশীদারিত্ব কিনতে চাইবেন তাদের ১৬ ডিসেম্বরের মধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দিতে হবে ৷ এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ১৮০ দিন পর্যন্ত বৈধ থাকবে এবং আরও ১৮০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে ৷
DIPAM শুক্রবার একটি ট্যুইটে জানিয়েছেন,‘আইডিবিআই ব্যাঙ্ক ভারত সরকার ও এলআইসি-র অংশীদারিত্ব বিক্রি ও ম্যানেজমেন্ট কন্ট্রোল ট্রান্সফারের জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চেয়েছে ৷’
আরও পড়ুন: পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের জন্য রয়েছে বড় আপডেট, মিলবে বিরাট সুবিধা
আরও জানানো হয়েছে, যে বিডারকে এর জন্য সিলেক্ট করা হবে তার জন্য জরুরি হবে আইডিবিআই ব্যাঙ্কের জন্য ওপেন অফার নিয়ে আসা ৷ এছাড়া ‘Fit & Proper’ এর ক্রাইটেরিয়াও লাগু করা হবে ৷ আরবিআই-এর তরফে সমস্ত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যাচাই করা হবে ৷ এতে স্পষ্ট বলা হয়েছে, যে বিডার আগে যাবে, তাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যাচাই রিজার্ভ ব্যাঙ্কের ‘Fit & Proper’ ক্রাইটেরিয়া অনুযায়ী করা হবে ৷
DIPAM-এর তরফে এটাও জানানো হয়েছে যে বড় ইন্ডাস্ট্রিয়াল বা কর্পোরেট হাউস ও একা ব্যক্তি বা কোনও কনসোর্টিয়ামের মাধ্যমে আইডিবিআই ব্যাঙ্কের ট্রানজাকশনে সামিল হতে পারবেন না ৷