আরও পড়ুন: ‘কংগ্রেস হেরে গেলে বিদ্যুৎ সংযোগ কেটে দেব’, ভোটারদের হুমকি কংগ্রেস বিধায়কের
চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়ম বদলাল আইসিআইসিআই ব্যাঙ্ক:
১। ডেবিট কার্ডের খরচ: ডেবিট কার্ডের বার্ষিক খরচ বদলাল, গ্রামের ব্রাঞ্চগুলির ক্ষেত্রে এই খরচ দাঁড়াল ৯৯ টাকা। শহরের ব্রাঞ্চগুলির ক্ষেত্রে এই খরচ ২০০ টাকা।
২। চেক বইয়ের খরচ: প্রথম ২৫টি চেক বিনামূল্যে, তার পরে প্রতিটি চেকের খরচ ৪ টাকা করে।
advertisement
আরও পড়ুন: ‘সাত পাকে বাঁধা পড়ে নিয়ম মেনে বিয়ে না করলে হিন্দু বিয়ে বৈধ নয়’, বলল সুপ্রিম কোর্ট
৩। আইএমপিএসের খরচ: ১০০০ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন হলে প্রতিটি ট্রানজ্যাকশনে খরচ পড়বে আড়াই টাকা করে। ১০০০ টাকার বেশি এবং ২৫ হাজার টাকার কম টাকার ট্রানজ্যাকশন হলে প্রতিটি ট্রানজ্যাকশনে খরচ ৫ টাকা করে। আর ২৫ হাজার টাকার বেশি এবং ৫ লাখ টাকার কমের ট্রানজ্যাকশন হলে আইসিআইসিআই ব্যাঙ্কে খরচ পড়বে ১৫ টাকা করে।
৪। চেক দিয়ে পেমেন্ট বন্ধ করার খরচ:
চেক ইস্যু করে পেমেন্ট বন্ধ করতে হলে কত খরচ হবে জানিয়েছে এই ব্যাঙ্ক। কাস্টোমার কেয়ার এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চেকের পেমেন্ট বন্ধ করার খরচ ১০০ টাকা।