TRENDING:

Good News : এবার ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে ICICI Bank, জেনে নিন বিস্তারিত.....

Last Updated:

Good News : নতুন সুদের হার ৭ জুন থেকে লাগু করা হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের তরফে রেপো রেট বৃদ্ধি করার পর একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে ৷ এখনও বেশ কিছু ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়ে চলেছে ৷ এবার সেই লিস্টে সামিল হল আইসিআইসিআই ব্যাঙ্ক ৷ নতুন সুদের হার ৭ জুন থেকে লাগু করা হবে ৷
advertisement

ICICI ব্যাঙ্ক ২ কোটি থেকে ৫ কোটি টাকার এফডি-তে সুদের হার বদল করেছে ৷ ব্যাঙ্ক ৭দিন থেকে ৫ বছরের এফডি-তে বেশি সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে বড় সংখ্যক গ্রাহকরা লাভবান হবেন ৷

আরও পড়ুন: Modi সরকারের কর্মীরা Fitment Factor-এ পেতে পারেন বড় খবর, বাম্পার বেতন বৃদ্ধি?

advertisement

মানিকন্ট্রোল ডট কমের রিপোর্ট অনুযায়ী, ICICI ব্যাঙ্ক এখন ৭দিন থেকে ১৪ দিনের এফডি-তে মিলবে ৩ শতাংশ সুদ ৷ ১৫ দিন থেকে ২৯ দিনের এফডি-তে মিলবে ৩ শতাংশ বার্ষিক সুদ ৷ এছাড়া ৩০ দিন থেকে ৪৫ দিন ও ৪৬ দিন থেকে ৬০ দিনের ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ৩.২৫ শতাংশ সুদ দেবে ৷

advertisement

৬১ থেকে ৯০ দিনের এফডি-তে ৩.৪০ বার্ষিক সুদ ৷ ৯১ থেকে ১২০ দিনে ম্যাচিউর হওয়া এফডি-তে মিলবে ৪.২৫ শতাংশ সুদ ৷ একই ভাবে ১২১ দিন থেকে ১৫০ দিনের এফডি-তে মিলবে ৪.২৫ শতাংশ সুদ ৷ ১৫১ থেকে ১৮৪ দিনের এফডি-তেও মিলবে ৪.২৫ শতাংশ সুদ ৷

আরও পড়ুন: ডিজিটাল যুগে ক্রমবর্ধমান সাইবার অপরাধ ঠেকাতে যারপরনাই জরুরি সাইবার বিমা

advertisement

২৭১ দিন থেকে ১ বছরের এফডি-তে মিলবে ৪.৭০ শতাংশ সুদ-

১৮৫ থেকে ১২০ দিনের এফডি এবং ২১১ থেকে ২৭০ দিনের এফডি-তে পেয়ে যাবেন ৪.৫০ শতাংশ সুদ ৷ ২৭১ থেকে ২৮৯ ও ২৯০ থেকে ১ বছরের এফডি-তে আইসিআইসিআই ব্যাঙ্ক বর্তমানে ৪.৭০ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে ৷ ১ বছর থেকে ৩৮৯ দিনের এফডি-তে ৪.৯৫ শতাংশ সুদ মিলবে ৷ ৩৯০ দিন থেকে ১৫ মাস থেকে কম সময়ের এফডি-তে মিলবে ৪.৯৫ শতাংশ সুদ ৷

advertisement

আরও পড়ুন: কম সুদে এডুকেশন লোন দিচ্ছে এই ৯টি সরকারি ব্যাঙ্ক

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

১৫ মাস থেকে ১৮ মাসের কম সময়ের এফডি-তে মিলবে ৫ শতাংশ সুদ ৷ ১৮ মাস থেকে ২ বছরের এফডি-তে মিলবে ৫ শতাংশ সুদ ৷ দু’বছর ১ দিন থেকে ৩ বছর এবং ৩ বছর একদিন থেকে ৫ বছরের এফডি-তে মিলবে ৫.২৫ শতাংশ সুদ ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Good News : এবার ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে ICICI Bank, জেনে নিন বিস্তারিত.....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল