ICICI ব্যাঙ্ক ২ কোটি থেকে ৫ কোটি টাকার এফডি-তে সুদের হার বদল করেছে ৷ ব্যাঙ্ক ৭দিন থেকে ৫ বছরের এফডি-তে বেশি সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে বড় সংখ্যক গ্রাহকরা লাভবান হবেন ৷
আরও পড়ুন: Modi সরকারের কর্মীরা Fitment Factor-এ পেতে পারেন বড় খবর, বাম্পার বেতন বৃদ্ধি?
advertisement
মানিকন্ট্রোল ডট কমের রিপোর্ট অনুযায়ী, ICICI ব্যাঙ্ক এখন ৭দিন থেকে ১৪ দিনের এফডি-তে মিলবে ৩ শতাংশ সুদ ৷ ১৫ দিন থেকে ২৯ দিনের এফডি-তে মিলবে ৩ শতাংশ বার্ষিক সুদ ৷ এছাড়া ৩০ দিন থেকে ৪৫ দিন ও ৪৬ দিন থেকে ৬০ দিনের ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ৩.২৫ শতাংশ সুদ দেবে ৷
৬১ থেকে ৯০ দিনের এফডি-তে ৩.৪০ বার্ষিক সুদ ৷ ৯১ থেকে ১২০ দিনে ম্যাচিউর হওয়া এফডি-তে মিলবে ৪.২৫ শতাংশ সুদ ৷ একই ভাবে ১২১ দিন থেকে ১৫০ দিনের এফডি-তে মিলবে ৪.২৫ শতাংশ সুদ ৷ ১৫১ থেকে ১৮৪ দিনের এফডি-তেও মিলবে ৪.২৫ শতাংশ সুদ ৷
আরও পড়ুন: ডিজিটাল যুগে ক্রমবর্ধমান সাইবার অপরাধ ঠেকাতে যারপরনাই জরুরি সাইবার বিমা
২৭১ দিন থেকে ১ বছরের এফডি-তে মিলবে ৪.৭০ শতাংশ সুদ-
১৮৫ থেকে ১২০ দিনের এফডি এবং ২১১ থেকে ২৭০ দিনের এফডি-তে পেয়ে যাবেন ৪.৫০ শতাংশ সুদ ৷ ২৭১ থেকে ২৮৯ ও ২৯০ থেকে ১ বছরের এফডি-তে আইসিআইসিআই ব্যাঙ্ক বর্তমানে ৪.৭০ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে ৷ ১ বছর থেকে ৩৮৯ দিনের এফডি-তে ৪.৯৫ শতাংশ সুদ মিলবে ৷ ৩৯০ দিন থেকে ১৫ মাস থেকে কম সময়ের এফডি-তে মিলবে ৪.৯৫ শতাংশ সুদ ৷
আরও পড়ুন: কম সুদে এডুকেশন লোন দিচ্ছে এই ৯টি সরকারি ব্যাঙ্ক
১৫ মাস থেকে ১৮ মাসের কম সময়ের এফডি-তে মিলবে ৫ শতাংশ সুদ ৷ ১৮ মাস থেকে ২ বছরের এফডি-তে মিলবে ৫ শতাংশ সুদ ৷ দু’বছর ১ দিন থেকে ৩ বছর এবং ৩ বছর একদিন থেকে ৫ বছরের এফডি-তে মিলবে ৫.২৫ শতাংশ সুদ ৷