বছরে কত টাকা আয় করতে পারবেন ?
এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে দ্বিগুণ লাভ করতে পারবেন ৷ স্বামী ও স্ত্রী দু’জনে মিলে এই স্কিম থেকে বছরে ৫৯,৪০০ টাকা আয় করতে পারবেন ৷
আরও পড়ুন: অনলাইনে বিদ্যুতের বিল দিয়ে থাকেন ? তাহলে হয়ে যান সাবধান
কী এই MIS স্কিম ?
advertisement
এমআইএস স্কিমে খোলা অ্যাকাউন্টে সিঙ্গল ও জয়েন্ট দু’ধরনের অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ ব্যক্তি অ্যাকাউন্ট খোলার সময় আপনি এই স্কিমে ন্যূনতম ১০০০ টাকা ও অধিকতম ৪.৫ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ তবে জয়েন্ট অ্যাকাউন্টে অধিকতম ৯ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন ৷ এই যোজনা রিটার্য়েড কর্মচারীরা ও প্রবীণ নাগরিকদের জন্য বেশ লাভজনক ৷
কী কী সুবিধা পেতে পারেন ?
MIS এর ভাল বিষয় হল ২-৩ জন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এই অ্যাকাউন্টের বদলে পাওয়া রিটার্ন সব মেম্বরদের মধ্যে সমান ভাবে ভাগ করা হবে ৷ জয়েন্ট অ্যাকাউন্ট যে কোনও সময় সিঙ্গল অ্যাকাউন্টে কনভার্ট করা যেতে পারে ৷ সিঙ্গল অ্যাকাউন্টকেও জয়েন্ট অ্যাকাউন্টে কনভার্ট করা যেতে পারে ৷ অ্যাকাউন্টে যে কোনও ধরনের বদলের জন্য সমস্ত মেম্বরদের জয়েন্ট অ্যাপ্লিকেশন লাগবে ৷
আরও পড়ুন: সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ প্রকল্প,এই স্কিমে বিনিয়োগে পাবেন বেশি রিটার্ন!
কীভাবে কাজ করে এই যোজনা ?
এই স্কিমে বর্তমান সময়ে ৬.৬ শতাংশ হিসেবে বার্ষিক সুদ দেওয়া হচ্ছে ৷ আপনার জমা টাকার উপরে বার্ষিক রিটার্ম ক্যালকুলেট করা হয় এবং পরে তা মাসের হিসেবে ১২টি ভাগে ভাগ করা হয় ৷ প্রতি মাসে আপনি চাইলে সুদের টাকা তুলতে পারবেন ৷ মান্থলি বেসিসে টাকার দরকার না থাকলে মুল টাকার সঙ্গে প্রতি বছর সুদ যুক্ত করে তার উপরে সুদ পেতে পারেন ৷
জয়েন্ট অ্যাকাউন্ট খুললে এবং ৯ লক্ষ টাকা ইনভেস্ট করলে ৬.৬ শতাংশ সুদ হিসেবে বছরে ৫৯৪০০ টাকা রিটার্ন হিসেবে পেয়ে যাবেন ৷ ১২ মাসে ভাগ করলে মাসে ৪৯৫০ টাকা হবে ৷ আপনার ইনভেস্ট করা টাকা সুরক্ষিত থাকবে ৷ এবং আপনি মাসে মাসে মোট টাকা বাড়তি আয় করতে পারবেন ৷ আপনি চাইলে ৫ বছরের পর ৫-৫ বছর করে বাড়াতে পারবেন ৷