TRENDING:

Local Profitable Business: উন্নতমানের ব্যবসা! লাভ প্রচুর, বিদেশে রফতানি করলে দ্বিগুণ আয়, বিরাট উৎসাহ কৃষকদের

Last Updated:

মালদহে ভাল মানের মাশরুম চাষ হচ্ছে, রাজ্য সরকারের উদ্যোগে বিদেশে পাঠানোর পরিকল্পনা, উপকৃত হবেন মাশরুম চাষীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মাশরুম চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে মালদহে কৃষকদের। এমনকি এই জেলার কৃষকেরা প্রশিক্ষণ নিয়ে ভাল মানের মাশরুম চাষ করে নজির তৈরি করেছে। এই জেলার মাশরুম বিভিন্ন প্রান্তে যাচ্ছে। সময়ের সঙ্গে এই মাশরুম বাজারে ভাল বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে চাহিদা থাকায় কৃষকেরাও উৎসাহী হচ্ছেন। মালদহে ভাল মানের মাশরুম চাষ হওয়ায় এবার তা বিদেশে রফতানির পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার।
advertisement

মালদহে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠান মঞ্চ থেকে মালদহের মাশরুম চাষের সুনাম করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই জেলার মাশরুম বিদেশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এমন ঘোষনায় আশায় বুক বাঁধছেন জেলার মাশরুম চাষিরা। মাশরুম চাষি সোনাই হালদার বলেন, বিদেশে মাশরুম পাঠানোর উদ্যোগ নিলে আমরা খুব উপকৃত হব। অনেকের মধ্যে চাষের আগ্রহ বাড়বে। আমরা চাইছি সরকারিভাবে এমন উদ্যোগ গ্রহণ করা হোক দ্রুত।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

গত প্রায় ১০ বছর ধরে মালদহ জেলায় মাশরুম চাষের পরিধি বৃদ্ধি পেয়েছে। পুরাতন মালদহ ব্লকে অনেকেই এই মাশরুম চাষ করছেন বাড়িতে। বর্তমানে বাজার তৈরি হয়েছে। জেলায় উৎপাদিত মাশরুম বিভিন্ন বাজারে যেমন বিক্রি হচ্ছে পাশাপাশি হোটেল রেস্টুরেন্ট গুলিতে এই মাশরুমের চাহিদা বাড়ছে। ভাল চাহিদা বাড়তে থাকায় অনেকেই এই মাশরুম চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।

advertisement

জেলা উদ্যান পালন দফতরের পক্ষ থেকেও মাশরুম চাষে আগ্রহীদের প্রশিক্ষণ এমনকি কৃষি সামগ্রী কেনার জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে ঋণ প্রদান করা হচ্ছে এতে করে কৃষকদের অনেকটাই সুবিধা হচ্ছে। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উজ্জ্বল সাহা বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর  পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে উন্নতমানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষকদের। আগামীতে আরও সেমিনার হবে মাশরুম চাষ নিয়ে। জেলার কৃষকের উপকৃত হবেন। দ্রুত বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

advertisement

আরও পড়ুনHeart Problem Remedy: ‘গরিবের চাল’ বলে ফালতু ভাববেন না, হার্টের ‘ঘরোয়া মেডিসিন’ এই ছোট বীজ, মিনারেল-ভিটামিনের আখড়া!

উন্নত মানের মাশরুম চাষ করতে পারছেন কৃষকেরা। আগামীতে এই জেলায় উৎপাদিত মাশরুম বিদেশে রফতানি হলে আরও অন্যান্য কৃষকদের মধ্যে এই চাষে আগ্রহ বাড়বে। এমনকি মাশরুম চাষ করে স্বনির্ভর হতে পারবেন অনেকেই বলে মনে করছেন বর্তমান কৃষকেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Local Profitable Business: উন্নতমানের ব্যবসা! লাভ প্রচুর, বিদেশে রফতানি করলে দ্বিগুণ আয়, বিরাট উৎসাহ কৃষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল