TRENDING:

Gold Price Today: সোনার দামে বিরাট পতন, দেখে নিন ১০ গ্রামের দাম কমে কত হল

Last Updated:

Gold Price Today: বিশেষজ্ঞদের মতে এখন সোনার দাম কিছুটা কমলেও আগামী দিনে তা বাড়তে চলেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সপ্তাহের প্রথম দিনই সোনার দামে পতন দেখা গেল ৷ এদিন এমসিএক্সে সোনার দাম ০.৪ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ৫১২৩০ টাকা হয়ে গিয়েছে ৷ সোনার পাশাপাশি রুপোর দামও ০.৭ শতাংশ কমে প্রতি কিলোতে ৫৭,৯৩৭ টাকা হয়েছে ৷
advertisement

বিশ্ব বাজারেও সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ মার্কিন বাজারে এদিন সোনার বর্তমান দাম প্রতি আউন্সে ১৭৭৬ ডলারের আশপাশে ট্রেড করছে ৷ এদিন গ্লোবাল মার্কেটে রুপোর দাম প্রতি আউন্সে ২০.১০ ডলার ৷ এর জেরেই দেশের বাজারে সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷

আরও পড়ুন: হোটেল-রেস্তোরাঁয় খেতে গেলে কি ফের পরিষেবা চার্জ দিতে হচ্ছে?আদালতের নিয়মটা জানুন

advertisement

কেডিয়া অ্যাডভাইজারির এমডি অজয় কেডিয়া সোনা কেনার পরামর্শ দিয়ে জানিয়েছেন, অক্টোবর ২০২২ ফিউচার ৫১,২০০ টাকায় কেনা যেতে পারে ৷ এছাড়া রুপো সেপ্টেম্বর ২০২২ ফিউচার ৫৭,৫০০ এ ৫৮,৫০০ টাকা থেকে ৫৯,০০০ টাকার টার্গেটে কেনা যাবে ৷

আগামী দিনে আরও বাড়তে পারে দাম-

বিশেষজ্ঞদের মতে এখন সোনার দাম কিছুটা কমলেও আগামী দিনে তা বাড়তে চলেছে ৷ চলতি সপ্তাহে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১২০০ টাকা বেড়ে গিয়েছে ৷ অজয় কেডিয়া জানিয়েছেন বছরের শেষে সোনার দাম প্রায় ৫৪ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

advertisement

আরও পড়ুন: মাসের প্রথম দিন পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে কত হল

সোনার শুদ্ধতা কীভাবে যাচাই করবেন ?

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

গয়নার শুদ্ধতা যাচাই করার একটি পদ্ধতি হয় ৷ গয়না হলমার্ক সংক্রান্ত একাধিক চিহ্ন দেওয়া থাকে ৷ এর ভিত্তিতে সোনার শুদ্ধতা যাচাই করা যাবে ৷ এর মধ্যে এক ক্যারেট থেকে ২৪ ক্যারেট পর্যন্ত পরিমাপ রয়েছে ৷ গয়না তৈরির জন্য ২২ ক্যারেট ব্যবহার করা হয়ে থাকে ৷ জুয়েলারিতে হলমার্ক থাকা বাধ্যতামূলক ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: সোনার দামে বিরাট পতন, দেখে নিন ১০ গ্রামের দাম কমে কত হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল