আরও পড়ুন: শীতে নয়, গোটা বছরই থাকে বিপুল চাহিদা! এই ব্যবসা শুরু করলে লাভ করবেন ১৫ লক্ষ টাকার বেশি
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) অনুযায়ী, ইন্টারনেট ছাড়াও ফোন থেকে ইউপিআই পেমেন্ট (UPI Payment) করতে পারবেন ৷ ইন্টারনেট না থাকলে এনপিসিআই-এর *99# সুবিধার মাধ্যমে ইউপিআই পেমেন্ট করতে পারবেন ৷ শুধু তাই নয়, স্মার্টফোনের পাশাপাশি বেসিক কিপ্যাড ফোনের মাধ্যমে ইউপিআই পেমেন্টস করতে পারবেন ৷
advertisement
কী এই এনপিসিআই-এর *99# সুবিধা?
এনপিসিআই-এর *99# সুবিধা USSD-র ভিত্তিক মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা ৷ নভেম্বর ২০১২ সালে এই পরিষেবা চালু করা হয়েছিল ৷ শুরুর দিকে এই পরিষেবা বিএসএনএল ও এমটিএনএল ব্যবহারকারীদের জন্য উপলব্ধ ছিল ৷ *99# এর মাধ্যমে ইউপিআই পেমেন্টের জন্য আপনার ফোন নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকা জরুরি ৷ এছাড়া ব্যাঙ্কে লিঙ্ক করা ফোন নম্বর থেকে পেমেন্ট অ্যাপে রেজিস্ট্রেশন করাতে হবে ৷
আরও পড়ুন: অগ্রগণ্য কলকাতা, ২০৩০-এর মধ্যে ই-ভেহিকেলে শহর ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মন্ত্রীর
NPCI পরিষেবার মাধ্যমে কীভাবে পাঠাবেন টাকা ?
- প্রথমে ফোনের ডায়েল প্যাড থেকে *99# টাইপ করার পর কল বটন টিপতে হবে
- এবার নিউ মেনুতে পৌঁছে যাবেন ৷ এখান থেকে মিলবে ৭টি অপশন
- মেনুতে Send Money, Receive Money, Check Balance, My Profile, Pending Requests, Transactions ও UPI PIN অ
- আপনার যদি কেবল টাকা পাঠানোর হয় তাহলে ডায়েল প্যাড থেকে ১ নম্বর টিপে Send Money অপশন সিলেক্ট করতে হবে
- এরপর ফোন নম্বর, ইউপিআই আইডি, অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন
- এরপর অ্যামাউন্ট লিখে এবং ট্রানজাকশনের জন্য ৪ বা ৬ ডিজিটের UPI PIN এন্টার করে ‘send’ টিপতে হবে
শন মিলবে