অফলাইন ট্রান্সফার
অফলাইন ট্রান্সফারের জন্য ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয় না। অফলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে তুলনামূলক বেশি সময় লাগে। অফলাইন প্রক্রিয়ায় টাকা পাঠাতে অতিরিক্ত চার্জ ধার্য করা হয়।
ক। প্রথম বিকল্প: এটিএম ক্যাশ অ্যাডভান্স
যে কোনও একটি এটিএম ব্যবহার করে টাকা তুলতে হবে।
এরপর ওই টাকা ব্যাঙ্কে গিয়ে প্রাপকের অ্যাকাউন্ট নম্বরে ডিপোজিট করতে হবে।
advertisement
খ। দ্বিতীয় বিকল্প: ফোন পরিষেবা
প্রথমে কার্ডের সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে।
ফান্ড ট্রান্সফারের আবেদন করতে হবে।
প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা পাঠাতে ইচ্ছুক তা নিশ্চিত করতে হবে।
প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ সমস্ত তথ্য প্রদান করতে হবে।
কার্ড প্রদানকারী সংস্থার নির্দেশ অনুসরণ করে ট্রান্সফার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
গ। তৃতীয় বিকল্প: চেক
প্রাপকের নামের জায়গায় 'Self' লিখতে হবে।
চেকে থাকা শূন্যস্থানে সংশ্লিষ্ট তথ্য পূরণ করতে হবে।
এরপর ব্যাঙ্কে গিয়ে চেকতি ডিপোজিট করতে হবে।
অনলাইন ট্রান্সফার
অনলাইনে মানি ট্রান্সফারের জন্য ইন্টারনেট কানেকশনের পাশাপাশি মোবাইল অ্যাপের প্রয়োজন হয়। অনালাইন ট্রান্সফারের ক্ষেত্রে গ্রাহককে কোথায় যেতে হয় না, বাড়িতে বসেই মুহূর্তের মধ্যেই ক্রেডিট কার্ড থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। অফলাইনের মতো অনলাইন লেনদেনের ক্ষেত্রেও অতিরক্ত ফি প্রদান করতে হয়।
ক। প্রথম বিকল্প: ই-ওয়ালেট
ই-ওয়ালেট হল এমন একটি পরিষেবা যার সাহায্যে যে কোনও রকম অনলাইন লেনদেন করা যায়। বিভিন্ন ডিজিটার ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস সংস্থাগুলি ই-ওয়ালেটের সুবিধা প্রদান করে। প্রথমে ক্রেডিট কার্ড থেকে টাকা ই-ওয়ালেটে পাঠাতে হবে। এরপর ওয়ালেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুব সহজেই মানি ট্রান্সফার করা যাবে।
খ। দ্বিতীয় বিকল্প: ইন্টারনেট ব্যাঙ্কিং
প্রথমে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে।
এরপর ক্রেডিট কার্ডের সঙ্গে যুক্ত অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
কোনও ট্রান্সফার মেথোডে টাকা লেনদেন করতে ইচ্ছুক তা বেছে নিতে হবে।
ক্রেডিট কার্ড থেকে অ্যাকাউন্টে কত টাকা পাঠাতে ইচ্ছুক তা লিখতে হবে।
একটি ফর্ম আসবে যেটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে।
ওয়েবসাইটে দেওয়া সমস্ত নির্দেশ অনুসরণ করে ট্রান্সফার সম্পূর্ণ করতে হবে।