TRENDING:

E-Shram Portal: এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করিয়েছেন ২২ কোটি শ্রমিক, দেখে নিন নথিভুক্ত করার পদ্ধতি

Last Updated:

কীভাবে করবেন অনলাইনে রেজিস্ট্রেশন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ই-শ্রম পোর্টালের সঙ্গে যুক্ত শ্রমিকদের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে ৷ শ্রম মন্ত্রকের (Labour Ministry) তরফে জানানো হয়েছে ই-শ্রম পোর্টালে (e-shram Portal) রেজিস্ট্রেশন করানোর সংখ্যা ২২ কোটি পেরিয়ে গিয়েছে ৷ যে শ্রমিকরা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করাতে চাইছেন তারা অনলাইন বা অফলাইনে (Know how to register in e-Shram Portal) করতে পারবেন ৷
advertisement

আরও পড়ুন: গৃহ ঋণ বা হোম লোনের ক্ষেত্রে কী কী ধরনের সুদের হার হয় ?

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) রেজিস্ট্রেশনের পর যে ই-শ্রম কার্ড পাওয়া যায় তা গোটা দেশে বৈধ মানা হবে ৷ গত বছর অগাস্ট মাসে এই যোজনা চালু করা হয়েছিল ৷ এর মূল উদ্দেশ্য ছিল যে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের সরকারি যোজনার সুবিধা পৌঁছে দেওয়া ৷

advertisement

আরও পড়ুন: হোম লোন নিলে কী কী ফি বা চার্জ দিতে হতে পারে?

কীভাবে করবেন অনলাইনে রেজিস্ট্রেশন?

- eshram.gov.inওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে

- হোমপেজে ‘Register on e-SHRAM’ লিঙ্কে ক্লিক করতে হবে

- আধার লিঙ্কড মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে ৷ এরপর ক্লিক করতে হবে ওটিপি-তে

advertisement

- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দেওয়া নির্দেশ ফলো করতে হবে

- কোনও শ্রমিকের কাছে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর না থাকলে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে যেতে হবে

- বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন

অফলাইনে কী ভাবে রেজিস্ট্রেশন করবেন ?

অফলাইন রেজিস্ট্রেশনের জন্য কমন সার্ভিস সেন্টার, স্টেট সেভা কেন্দ্র, শ্রম সুবিধা কেন্দ্র বা নির্দিষ্ট কয়েকটি পোস্ট অফিসের ডিজিটাল সেবা কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: আপনারও কী রেশন কার্ড হারিয়ে গিয়েছে ? দেখে নিন ডুপ্লিকেট কার্ড তৈরির প্রক্রিয়া....

ই-শ্রম পোর্টাল অসংগঠিত সেক্টরের প্রায় ৩৮ কোটি শ্রমিকদের জন্য ১২ ডিজিটের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) ও ই-শ্রম কার্ড জারি করবে, যা গোটা দেশে বৈধ মানা হবে ৷ অসংগঠিত সেক্টরের দেশের কোটি কোটি শ্রমিকরা এর জেরে একটি নতুন পরিচয় পেতে চলেছেন ৷ প্রবাসী শ্রমিকদের এর মাধ্যমে ট্র্যাক করা অনেকটাই সহজ হয়ে যাবে ৷ শ্রমিকদের সম্বন্ধে ডেটা ও তথ্য সব এর মাধ্যমে পাওয়া যাবে ৷ কাজের ভিত্তিতে শ্রেমিকদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে এবং সেই হিসেবেই তাঁরা বিভিন্ন সরকারি যোজনার সুবিধা নিতে পারবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেশ এই প্রথম এমন একটি ব্যবস্থা চালু করা হয়েছে, যা শ্রমিকদের সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত করবে। জানা গিয়েছে ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করা শ্রমিকদের ২ লক্ষ টাকার বিমা দেওয়া হবে। যদি কোনও শ্রমিক দুর্ঘটনার শিকার হন, তাতে যদি তাঁর মৃত্যু হয় অথবা সম্পূর্ণ অক্ষম হয়ে যান, সেক্ষেত্রে ২ লক্ষ টাকা বিমা হিসাবে দেওয়া হবে। আর দুর্ঘটনায় যদি আংশিক অক্ষমতা আসে, সে ক্ষেত্রে ১ লক্ষ টাকা বিমা হিসাবে দেওয়া হবে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
E-Shram Portal: এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করিয়েছেন ২২ কোটি শ্রমিক, দেখে নিন নথিভুক্ত করার পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল