TRENDING:

অনলাইন বা অফলাইন, কীভাবে খুলবেন NPS অ্যাকাউন্ট? দেখে নিন স্টেপ বাই স্টেপ গাইড...

Last Updated:

দেখে নিন অনলাইনে কীভাবে এনপিএস অ্যাকাউন্ট খুলবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রিটায়েরমেন্টের পর যাতে আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা এবং অন্যের উপর নির্ভরশীল হতে না হয়, তার জন্য এখন থেকেই প্ল্যানিং এবং সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট শুরু করে দিতে হবে ৷ আপনিও সুরক্ষিত ভবিষ্যতের জন্য পেনশন যোজনায় ইনভেস্ট করতে পারেন ৷ ন্যাশনাল পেনশন সিস্টেমে (NPS) আপনার চিন্তা দূর করতে সাহায্য করবে ৷ বেসরকারি সংস্থার কর্মীদের জন্য পেনশনের সুবিধা থাকে না ৷ ফলে এই যোজনার মাধ্যমে তাঁরা লাভবান হতে পারবেন ৷ দেখে নিন অনলাইনে কীভাবে এনপিএস অ্যাকাউন্ট খুলবেন ৷
advertisement

আরও পড়ুন: ছট পুজোর উপহার! ৬.৫ কোটি অ্যাকাউন্ট হোল্ডারদের ট্রান্সফার করা হল PF Interest, চেক করে নিন ব্যালেন্স....

কীভাবে অনলাইনে এনপিএস (NPS Account) অ্যাকাউন্ট খুলবেন ?

  1. সবার প্রথমে NPS ট্রাস্টের ওয়েবসাইটে https://www.npstrust.org.in/content/open your nps account online যেতে হবে
  2. এরপর ইন্ডিভিজ্যুয়াল ক্যাটাগরিতে ক্লিক করতে হবে
  3. advertisement

  4. আধার ও প্যান নম্বর দিতে হবে ৷ মোবাইলে এই সংক্রান্ত একটি ওটিপি আসবে, সেটা ভেরিফাই করতে হবে
  5. এরপর আপনি অ্যাকনলেজমেন্ট নম্বর নেওয়ার তথ্য জাম দিতে হবে
  6. পেনশন ফান্ড ম্যানেজার সিলেক্ট করতে হবে এবং ইনভেস্ট করার মাধ্যম সিলেক্ট করতে হবে
  7. এরপর নমিনি সিলেক্ট করতে হবে
  8. advertisement

  9. ফটো ও স্বাক্ষর আপলোড করতে হবে
  10. এরপর টিয়ার ১ অ্যাকাউন্টে কমপক্ষে ৫০০ টাকা ও টিয়ার ২ অ্যাকাউন্টে কমপক্ষে ১০০০ টাকা শুরুতে ইনভেস্ট করতে হবে

আরও পড়ুন: NPCI এর বিশেষ সুবিধা! ইন্টারনেট ছাড়াও করতে পারবেন UPI Payments, দেখে নিন কীভাবে....

অফলাইনে কীভাবে খুলবেন  (NPS Account)  অ্যাকাউন্ট ?

advertisement

অফলাইনে অ্যাকাউন্ট খোলার জন্য PFRDA এর তরফে নিযুক্ত POPs-এ যেতে হবে ৷ এনপিএস ট্রাস্টের ওয়েবসাইটে সমস্ত পিওপি-এর তথ্য দেওয়া থাকে ৷ এখানে এনপিএসে অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিলআপ করতে হবে ৷ এর সঙ্গে আইডি প্রুফ, ঠিকানা, পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে ৷ রেজিস্ট্রেশনের পর শুরুতে ৫০০ টাকা ক্যাশ বা চেকে ইনভেস্ট করতে হবে ৷

advertisement

আরও পড়ুন: শীতে নয়, গোটা বছরই থাকে বিপুল চাহিদা! এই ব্যবসা শুরু করলে লাভ করবেন ১৫ লক্ষ টাকার বেশি

এনপিএস-এ ট্যাক্স ছাড়

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এনপিএসে ইনকাম ট্যাক্স 80 CCD (1), 80 CCD (1B) ও 80 CCD (2) অনুযায়ী ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ NPS-এ সেকশন 80C অর্থাৎ ১.৫০ লক্ষ টাকা থেকে আলাদা ৫০,০০০ টাকার আরও ছাড় নিতে পারবেন ৷ অর্থাৎ NPS এ ইনভেস্ট করে ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অনলাইন বা অফলাইন, কীভাবে খুলবেন NPS অ্যাকাউন্ট? দেখে নিন স্টেপ বাই স্টেপ গাইড...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল