আরও পড়ুন- চাকরি ছেড়ে ২ লক্ষ টাকায় শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ৫ লক্ষ টাকা
সুতরাং, আপনি যদি এখনও এই দুটি গুরুত্বপূর্ণ নথি লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনার প্যান কার্ডটি অবৈধ হয়ে যাবে (How to link PAN and Aadhaar) এবং আপনাকে ১০০০ টাকা জরিমানাও দিতে হবে৷ শাস্তি এবং জরিমানা এড়াতে আপনাকে অবশ্যই নিজের আধার কার্ডের সঙ্গে নিজের PAN লিঙ্ক করতে হবে। নিজেই কীভাবে লিঙ্ক করবেন তার নির্দেশিকা এখানে ধাপে ধাপে দেওয়া রইল৷
advertisement
আরও পড়ুন- রেশন কার্ড থাকলেই বৃহস্পতিবার থেকে এই জায়গায় ২৫ টাকা সস্তা পেট্রোল!
কীভাবে আধার কার্ডের সঙ্গে নিজের PAN লিঙ্ক করবেন?
- আয়কর ই-ফাইলিং পোর্টাল incometaxindiaefiling.gov.in/-এ যান।
- যদি এর আগে করা না হয়ে থাকে তাহলে ওয়েবসাইটটিতে নিজের রেজিস্ট্রেশন করুন। তারপর, আপনার PAN কার্ড নম্বর লিখুন, যেটাই আপনার ইউজার আইডি হবে।
- আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ লিখে লগ ইন করুন। যদি আপনার কোনও অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনাকে আগে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
- একটি পপ-আপ উইন্ডো খুলবে যেখানে আপনাকে আধারের সঙ্গে আপনার প্যান লিঙ্ক করতে বলা হবে। যদি কোনও পপ-আপ খুঁজে না পান, তাহলে, মেনু বারে “প্রোফাইল সেটিংস”-এ যান এবং লিঙ্ক আধার-এ ক্লিক করুন।
- আপনার PAN বিবরণ অনুযায়ী নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ বিবরণ উল্লেখ করাই থাকবে।
- এবার আপনার আধারে উল্লিখিত তথ্যগুলির সঙ্গে প্যানের বিবরণ যাচাই করতে হবে। মনে রাখবেন, যদি কোনও অমিল থাকে তবে আপনাকে নথিগুলির যে কোনও একটিতে তা সংশোধন করতে হবে।
- যদি বিবরণ মিলে যায়, তাহলে আপনার আধার নম্বর লিখুন এবং “এখনই লিঙ্ক করুন” অপশনে ক্লিক করুন।
- একটি পপ-আপ বার্তায় আপনি জানতে পারবেন আপনার আধার সফলভাবে আপনার প্যানের সঙ্গে লিঙ্ক করা হয়েছে।
- আধার কার্ডের সঙ্গে আপনার প্যানকার্ড লিঙ্ক করতে আপনি www.utiitsl.com/ বা www.egov-nsdl.co.in/-সাইটেও যেতে পারেন।
advertisement
advertisement
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2022 3:33 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
How to link PAN and Aadhaar: কীভাবে লিঙ্ক করবেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড? দেখে নিন সহজ পদ্ধতি