কীভাবে কম টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার
দিল্লিতে ১৪.২ কিলোগ্রামের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮৯৯.৫০ টাকায় পাওয়া যাচ্ছে ৷ এখন কম্পোজিট এলপিজি সিলিন্ডার (Composite LPG Cylinder) মাত্র ৬৩৩.৫০ টাকায় রিফিল করতে পারবেন ৷ ৫ কিলোর এলপিজি কম্পোজিট সিলিন্ডারের জন্য আপনাকে কেবল ৫০২ টাকা খরচ করতে হবে ৷ ১০ কিলোর এলপিজি কম্পোজিট এলপিজি সিলিন্ডারের জন্য আপনাকে ৬৩৩.৫০ টাকা দিতে হবে ৷ কম্পোজিট সিলিন্ডারের এমনি সিলিন্ডারের থেকে ৪ কিলোর রান্নার গ্যাস কম পাওয়া যায় ৷ এর জন্য এর দামও কম হয় ৷
advertisement
২৮ শহরে মিলবে সস্তায় কম্পোজিট সিলিন্ডার
কম্পোজিট সিলিন্ডার লোহার সিলিন্ডারের থেকে ৭ কিলোগ্রাম হাল্কা হয় ৷ এই সিলিন্ডারে ৩টি লেয়ার হয় ৷ বর্তমানে যে সিলিন্ডার ব্যবহার হয় তার ওজন ১৭ কিলোগ্রাম ৷ গ্যাস ভর্তির পর ওজন হয় ৩১ কিলোগ্রাম ৷ কিন্তু ১০ কিলোর কম্পোজিট গ্যাস সিলিন্ডারে ১০ কিলোর গ্যাসই মিলবে ৷ প্রথম পর্যায়ে কম্পোজিট সিলিন্ডার দিল্লি, বেনারস, প্রয়াগরাজ, ফরিদাবাদ, গুরুগ্রাম, জয়পুর, হায়দরাবাদ, জলান্ধর, জামশেদপুর, পটনা, লুধিয়ানা, রায়পুর, রাঁচি, আহমেদাবাদ সহ ২৮ শহরে পাওয়া যাচ্ছিল ৷