তা, দেশবাসীকে এই সব ঝঞ্ঝাট বাঁচিয়েও Voter ID সঙ্গে রাখার ভাল একটা উপায় তো দিয়েছে নির্বাচন কমিশন- ই-ভোটার কার্ড বা নিজের Voter ID-র পিডিএফ ফরম্যাট ডাউনলোড করে নেওয়া আর কী! স্মার্টফোনেই তা দিব্যি ডাউনলোড করে রাখা যাবে অথবা সেই সব ডিভাইসে যা পিডিএফ সাপোর্ট করে। এমনকী চাইলে ডিজিটাল লকারেও তা রেখে দেওয়া যাবে। দরকার পড়লে ওখান থেকেই নেওয়া যাবে প্রিন্ট আউটও।
advertisement
আরও পড়ুন: PAN কার্ডে থাকা ১০ ডিজিটের মানে কী ? লুকিয়ে আছে আপনার গোপন তথ্য
তবে হ্যাঁ, ই-ভোটার কার্ড ফোনে নামানোর আগে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে-
১. মোবাইল নম্বর যেন কার্ডের সঙ্গে যোগ করা থাকে।
২. না করা থাকলে আগে কেওয়াইসি সেরে নিতে হবে।
৩. কার্ড ডাউনলোড করতে EPIC নম্বর লাগবে, অতএব Voter ID হাতের কাছে রাখতে হবে।
এবার দেখে নেওয়া যাক কীভাবে তা ডাউনলোড করতে হবে-
১. স্মার্টফোনের নেট ব্রাউজারে যেতে হবে
২. এই লিঙ্ক টাইপ করতে হবে- https://eci.gov.in/e-epic/
৩. Download e-EPIC অপশনে ট্যাপ করতে হবে
৪. e-EPIC download বাটনে ট্যাপ করতে হবে, এটা পেজের উপরের দিকে থাকবে
৫. এবার আগে থেকে রেজিস্টার করা থাকলে নিজের লগ ইন ডিটেলস দিতে হবে, না করা থাকলে রেজিস্টেরেশন করে লগ ইন করতে হবে
৬. download e-Epic লঙ্কে ক্লিক করে নিজের EPIC নম্বর টাইপ করতে হবে
৭. মোবাইল স্ক্রিনে আসা তথ্যাদি ভেরিফাই করতে হবে
৮. validate your mobile phone number-এ ট্যাপ করে মোবাইল নম্বর ভ্যালিডেট করতে হবে ওটিপি দিয়ে, তার পর ট্যাপ করতে হবে download e-EPIC লিঙ্কে
৯. এবার নন-এডিটেবল পিডিএফ ফরম্যাটে তা ফোনে ডাউনলোড হয়ে যাবে