আরও পড়ুন: এই হেল্থকেয়ারের শেয়ারে বিনিয়োগ করে পাওয়া যেতে পারে দ্বিগুণ রিটার্ন, দেখে নিন এক নজরে!
ইনকাম ট্যাক্স জমা করার উপায়
স্টেপ ১ - অনলাইনে এনএসডিএল ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম ট্যাক্স জমা করা যায়।
স্টেপ ২ - ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে চালানের মাধ্যমে ইনকাম ট্যাক্স জমা করা যায়।
ইনকাম ট্যাক্স জমা করার সময় যে ভুলগুলো হয়
advertisement
চার্টার্ড অ্যাকাউন্টটেন্টের মতে ট্যাক্সপেয়াররা ইনকাম ট্যাক্স জমা দেওয়ার সময় যে ভুল করে থাকে সেটি হল অ্যাসেসমেন্ট ইয়ারটি ভুল বেছে নেয়। যেই আর্থিক বর্ষের ইনকাম ট্যাক্স জমা দেবে সেটি সিলেক্ট না করে ভুল করে অন্য আর্থিক বর্ষ সিলেক্ট করে। অধিকাংশ ট্যাক্সপেয়াররা ইনকাম ট্যাক্স জমা দেওয়ার সময় এই একই ভুল করে থাকে।
আরও পড়ুন: দেখে নিন আজ আপনার শহরে কত টাকা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম....
ভুল ঠিক করার উপায়
ইনকাম ট্যাক্স জমা দেওয়ার সময় ভুল অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করে নিলে, সেটি ঠিক করতে পারে অ্যাসেসিং অফিসার। ট্যাক্স জমা দেওয়ার সময় সেই ভুল করে সেটি সাবমিট করে দিলে অ্যাসেসিং অফিসারের মাধ্যমে সেটি ঠিক করতে হয়। এর জন্য অ্যাসেসিং অফিসারকে মেলের মাধ্যমে অনুরোধ জানাতে হয় সেই ভুলটি ঠিক করার জন্য।
আরও পড়ুন: অ্যাকাউন্টে আসতে চলেছে ২০০০ টাকা, ঠিক করে নিন এই ভুলগুলো, না হলে আটকে যাবে টাকা
অ্যাসেসিং অফিসারের ডিটেল জানার উপায়
স্টেপ ১ - প্রথমেই লগ ইন করতে হবে ইনকাম ট্যাক্সের পোর্টালে- https://www.incometax.gov.in/iec/foportal
স্টেপ ২ - এর পর সেই পোর্টালের হোমপেজ (Homepage) থেকে সার্ভিসেস (Services) অপশন সিলেক্ট করতে হবে। সেখান থেকে সিলেক্ট করতে হবে 'Know Your AO'।
স্টেপ ৩ - এর পরেই নিজেদের স্ক্রিনে খুলে যাবে নতুন ওয়েবপেজ। এর পর নিজেদের প্যান (PAN) এবং মোবাইল নম্বর এন্টার করে ক্লিক করতে হবে কন্টিনিউ (Continue)।
স্টেপ ৪ - এর পর সেই মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাঠানো হবে। যা ১৫ মিনিট পর্যন্ত ভ্যালিড থাকবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ড এন্টার করে ক্লিক করতে হবে 'ভ্যালিডেট' (Validate)।
স্টেপ ৫ - এর পরেই সেই স্ক্রিনে অ্যাসেসিং অফিসারের সমস্ত তথ্য পাওয়া যাবে। সেখানে অ্যাসেসিং অফিসারের ঠিকানা, ইমেল আইডি সব কিছু দেওয়া থাকবে। অ্যাসেসিং অফিসারকে মেল করে অনুরোধ করা যেতে পারে সেই ভুল ঠিক করার জন্য। এছাড়াও সেই অ্যাসেসিং অফিসারের অফিসে গিয়ে ভিজিটও করা যেতে পারে।