আরও পড়ুন: নতুন বছরে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে চান? দেখে নিন কোন মুদ্রা পকেট ভরাবে!
ভারত সরকার দেশের প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক করেছে। এই কার্ড না থাকলে নাগরিকরা একাধিক সমস্যার মুখে পড়তে পারেন। ১২ অঙ্কের নম্বরযুক্ত আধার কার্ড ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা জারি করা হয়। প্রত্যেক আধার কার্ডে নাগরিকের নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ছবি এবং ঠিকানা লেখা থাকে।
advertisement
আরও পড়ুন: SIP-তে বিনিয়োগে আগ্রহী? ফলো করুন এই ৫টি স্টেপ!
সাধারণত খুব ছোট বয়সেই প্রত্যেক ভারতীয়কে তাদের আধার কার্ড বানাতে হয় এবং অনেক সময়ই আধার কার্ডের তথ্যে ভুলভ্রান্তি পাওয়া যায়। যেমন নামের বানান থেকে শুরু ঠিকানা, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকমের গলদ দেখা যায়। বিশেষ করে বেশিরভাগ কার্ডেই জন্ম তারিখের ভুল পাওয়া যায়। মাসের জায়গায় দিন চলে আসে বা কখনও দিনের জায়গায় মাস। যেহেতু আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র এই কারণে তথ্যের মধ্যে গোলযোগ থাকলে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হতে পারে। বাড়িতে বসেই অনলাইনে আবেদন করে ভুল সংশোধন করা যেতে পারে।
আরও পড়ুন: আধার কার্ডের সাহায্যে আবেদন করে কী ভাবে সঙ্গে সঙ্গে প্যান কার্ড পাওয়া যায়?
আধার কার্ডে ভুল জন্ম তারিখ সংশোধন প্রক্রিয়া
প্রথমে ভারত সরকারে অফিসিয়াল সেলফ সার্ভিস UIDAI, ssup.uidai.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
এরপর হোম পেজে ‘Proceed to Update Aadhaar’ অপশনটি বেছে নিতে হবে।
একটি নতুন পেজ আসবে যেখানে আবেদনকারীকে নিজের ১২ অঙ্কের আধার কার্ড নম্বর প্রদান করতে হবে।
সঠিক ক্যাপচা লিখে ভেরিফিকেশন (Captcha Verification) করতে হবে।
একটি নতুন পেজ আসবে যেখানে আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো OTP প্রদান করতে বলা হবে। এখানে যথাযথ ওটিপি দিতে হবে।
জন্মের তারিখ সংশোধন করতে ‘Update Demographics Data’ অপশনে ক্লিক করতে হবে।
এই পেজে পুনরায় আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো OTP দিতে বলা হবে। সঠিক ওটিপি প্রদান করে রি-ভেরিফাই করতে হবে।
এর পর শেষ পদক্ষেপে জন্ম তারিখ পরিবর্তন করার জন্য কয়েকটি নথি আপলোড করতে হবে।
উল্লেখ্য, আধার কার্ডের যে কোনও তথ্য পরিবর্তন করার আগে মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক। মোবাইল নম্বর ছাড়া ওটিপি আসবে না ফলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হবে না।