জেনে নিন এর জন্য ঠিক কী করতে হবে আপনাকে।
১) প্রথমেই আপনাকে EPFO ওয়েবসাইটে যেতে হবে। https://www.epfindia.gov.in/site_en/index.php এখানে গিয়ে সার্ভিস অপশনে ক্লিক করুন।
২) এবার এমপ্লয়িস সেকশনে ক্লিক করুন। এর পর আপনাকে যেতে হবে Member UAN / Online Service অপশনে।
৩) এবার নিজের UAN আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
advertisement
৪) এবার MANAGE এ গিয়ে নিচের দিকে স্ক্রল করে চলে যান ই-নমিনেশন অপশনে।
৫) এবার 'ইয়েস' অপশনে ক্লিক করুন। নিজের পরিবারের তথ্য আপডেট করুন।
৬)এবার পরিবারের তথ্য আপডেট করে নমিনেশন ডিটেইলসে যান। সেখানে গিয়ে আপনি কতটা শেয়ার দিতে চান সেটা আপডেট করুন।
৭) এবার Save EPF nomination-এ ক্লিক করুন।
৮) এবার নেক্সট পেজে গিয়ে ই-সাইন অপশনে ক্লিক করুন।
৯) এবার আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। আপানার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর আপডেট করা আছে সেখানেই ওটিপি আসবে।
১০) এবার ওটিপি চেক হয়ে গেলে সাবমিট বটনে ক্লিক করুন। ব্যস হয়ে যাবে আপনার নমিনেশন আপডেট।
আরও পড়ুন: সোজা আঙুলেও ঘি তোলা যায়! "ডিকাপলড' মাধবনে মাত! বিয়ে থেকে সমাজকে অন্য ছকে দেখতে শেখায় এই সিরিজ
তাই আর দেরি না করে খুব সহজেই আপডেট করে নিন আপনার পিএফ অ্যাকাউন্ট। নমিনেশন না থাকলে সমস্যায় পড়তে হতে পারে(How to change or add nominee in Provident Fund online)। তাই এখুনি আপডেট করিয়ে নিন। এখন আর যেতে হবে না অফিসে। এই কাজ বাড়ি বসেই সহজে করে ফেলা যাবে। কিন্তু এই গোটা বিষয়টি করতে হলে, আপনাকে নিজের মোবাইল নম্বর অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে।