আরও পড়ুন: সরকারের এই যোজনা থেকে প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা !
SMS এর মাধ্যমে ব্লক করতে পারবেন অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড-
আপনি একাধিক উপায়ে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্লক করতে পারবেন ৷ কেবল একটি এসএমএস-এর মাধ্যমেও কার্ড ব্লক করতে পারবেন ৷ BLOCK XXXX লিখে 5676782 নম্বরে পাঠাতেই কার্ড ব্লক হয়ে যাবে৷ XXXXআপনার কার্ডের শেষের চারটে ডিজিট ৷ ক্রেডিট কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে এই এসএমএস পাঠাতে হবে ৷
advertisement
আরও পড়ুন: ৬ টাকার টিকিট কিনে হতে পারেন কোটিপতি! দেখে নিন 'ডিয়ার কাঁসাই' লটারির ফলাফল
Axis Mobile App এর মাধ্যমে-
অ্যাক্সিস ব্যাঙ্কের মোবাইল অ্যাপের মাধ্যমে Banking অপশনে গিয়ে Services অপশনে ক্লিক করতে হবে ৷ এরপর ক্রেডিট কার্ড অপশনে যেতেই স্ক্রিনে Block & Replace Card সিলেক্ট করতে হবে ৷ এরপর কার্ড শীঘ্রই ব্লক করে দেওয়া হবে ৷
ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে-
সবার প্রথমে অ্যাক্সিস ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগইন করতে হবে ৷ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে যেতে হবে ৷ এরপর My Cards এবং More Services-এ গিয়ে কার্ড ব্লক করতে পারবেন ৷
আরও পড়ুন: ৩১ হাজার টাকায় বিক্রি হচ্ছে এই বিশেষ আম !
কনট্যাক্টলেস কার্ডের মাধ্যমে ৫ হাজার টাকা পর্যন্ত পেমেন্ট করার জন্য পিন নম্বর লাগবে না
কনট্যাক্টলেস টেকনোলজির মাধ্যমে ট্যাপ অ্যান্ড পে এর সুবিধা পাওয়া যায় ৷ অর্থাৎ কার্ড সোয়াইপ না করেই পিওএস মেশিনে কেবল ট্যাপ করে পেমেন্ট করা যাবে ৷ ৫ হাজার টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে পিন নম্বর দিতে হবে না ৷