TRENDING:

হারিয়ে গিয়েছে Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ? শীঘ্রই করে নিন এই কাজ, না হলে হতে পারে বড় লোকসান

Last Updated:

অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে সেটা কী ভাবে ব্লক করতে হয়ে জেনে নিন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে ব্যাঙ্কিং ফ্রডের মামলা লাগাতার বেড়েই চলেছে ৷ সাইবার ক্রাইম অপরাধীরা প্রতিনিয়ত নতুন নতুন উপায়ে মানুষকে ঠকাচ্ছেন ৷ কখনও ব্যাঙ্কের নাম করে তো কখনও করোনার ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের নামে ফোন করে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে ৷ এই পরিস্থিতিতে আপনি সামান্য অসাবধান হলে খোয়াতে পারেন লক্ষ লক্ষ টাকা ৷ তবে কিছু জিনিসের বিষয় সতর্ক থাকলে অনলাইন ফ্রড থেকে সহজেই নিজেকে বাঁচাতে পারবেন ৷ ক্রেডিট কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে শীঘ্রই কার্ড ব্লক করে দিন যাতে অন্য কেউ সেটা ব্যবহার করতে না পারে ৷ অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে সেটা কী ভাবে ব্লক করতে হয়ে জেনে নিন ৷
advertisement

আরও পড়ুন: সরকারের এই যোজনা থেকে প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা !

SMS এর মাধ্যমে ব্লক করতে পারবেন অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড-

আপনি একাধিক উপায়ে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্লক করতে পারবেন ৷ কেবল একটি এসএমএস-এর মাধ্যমেও কার্ড ব্লক করতে পারবেন ৷ BLOCK XXXX লিখে 5676782 নম্বরে পাঠাতেই কার্ড ব্লক হয়ে যাবে৷ XXXXআপনার কার্ডের শেষের চারটে ডিজিট ৷ ক্রেডিট কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে এই এসএমএস পাঠাতে হবে ৷

advertisement

আরও পড়ুন: ৬ টাকার টিকিট কিনে হতে পারেন কোটিপতি! দেখে নিন 'ডিয়ার কাঁসাই' লটারির ফলাফল

Axis Mobile App এর মাধ্যমে-

অ্যাক্সিস ব্যাঙ্কের মোবাইল অ্যাপের মাধ্যমে Banking অপশনে গিয়ে Services অপশনে ক্লিক করতে হবে ৷ এরপর ক্রেডিট কার্ড অপশনে যেতেই স্ক্রিনে Block & Replace Card সিলেক্ট করতে হবে ৷ এরপর কার্ড শীঘ্রই ব্লক করে দেওয়া হবে ৷

advertisement

ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে-

সবার প্রথমে অ্যাক্সিস ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগইন করতে হবে ৷ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে যেতে হবে ৷ এরপর My Cards এবং More Services-এ গিয়ে কার্ড ব্লক করতে পারবেন ৷

আরও পড়ুন: ৩১ হাজার টাকায় বিক্রি হচ্ছে এই বিশেষ আম !

কনট্যাক্টলেস কার্ডের মাধ্যমে ৫ হাজার টাকা পর্যন্ত পেমেন্ট করার জন্য পিন নম্বর লাগবে না

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

কনট্যাক্টলেস টেকনোলজির মাধ্যমে ট্যাপ অ্যান্ড পে এর সুবিধা পাওয়া যায় ৷ অর্থাৎ কার্ড সোয়াইপ না করেই পিওএস মেশিনে কেবল ট্যাপ করে পেমেন্ট করা যাবে ৷ ৫ হাজার টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে পিন নম্বর দিতে হবে না ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
হারিয়ে গিয়েছে Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ? শীঘ্রই করে নিন এই কাজ, না হলে হতে পারে বড় লোকসান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল