আজ জানব কীভাবে PF-এ সামান্য কিছু টাকা জমা করার ফলে একজন ব্যক্তি হতে পারেন কোটিপতি। প্রতি বছর EPF-এ ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত জমার উপর ট্যাক্স ছাড় পাওয়া যায়। এছাড়া ৫ বছরের বেশি মেয়াদের PF-এ মেয়াদপূর্তির সময়ও পাওয়া যায় ট্যাক্স ছাড়।
আরও পড়ুন: বাজারে বিনিয়োগ করার একাধিক অপশন রয়েছেন ? কিন্তু আপনার জন্য কোনটা সঠিক হবে
advertisement
কীভাবে PF থেকে হওয়া যায় কোটিপতি?
যদি কোনও ব্যক্তি ২১ বছর বয়সে কাজ করা শুরু করেন এবং তাঁর মৌলিক মাসিক আয় ও DA ২৫০০০ টাকা হয় তাহলে অবসর নেওয়ার সময় পর্যন্ত সেই ব্যক্তির PF অ্যাকাউন্টে ১ কোটি টাকা জমা হয়ে যাবে। EPFO নিয়ম অনুযায়ী, প্রত্যেক নিয়োগকর্তাকে বেতন এবং ডিএ-এর ১২ শতাংশ রাখতে হয় পিএফ-এ। একই শতাংশ টাকা প্রতি মাসে কেটে নেওয়া হয় কর্মচারীর বেতন থেকেও, যা অবসর গ্রহণের সময় তুলে নিতে হয় তাদের। নিয়োগকর্তার ১২ শতাংশের মধ্যে পেনশন ফান্ডে রাখা হয় ৮.৩৩ শতাংশ এবং EPFO-তে মাত্র ৩.৬৭ শতাংশ বিনিয়োগ করা হয়। সরকার ২০২২-২৩ অর্থবছরের জন্য PF-এর বার্ষিক সুদের হার নির্ধারণ করেছে ৮.১ শতাংশ। যদি কোনও ব্যক্তি একই সুদের হার পেতে থাকেন এবং অবসর নেওয়া পর্যন্ত সেই ব্যক্তি PF-এর টাকা না তোলেন, তবে অবসর নেওয়ার সময় তাঁর অ্যাকাউন্টে জমা হবে ১ কোটি টাকা।
আরও পড়ুন: প্রথম বেতন পেয়ে কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভবান হবেন ? জেনে নিন
যদি কোনও ব্যক্তি ২১ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত PF ফান্ডে বিনিয়োগ করেন এবং বার্ষিক সুদ ৮.১ শতাংশ হয়, তবে ৩৯ বছর পর সেই ব্যক্তির PF অ্যাকাউন্টে ১.৩৫ কোটি টাকা জমা হবে। যদি প্রতি বছর বেতন ৫ শতাংশ করে বৃদ্ধি পায়, তবে ৮.১ শতাংশ বার্ষিক সুদে PF অ্যাকাউন্টে জমা হবে ২.৫৪ কোটি টাকা। বেতন বার্ষিক ১০ শতাংশ বৃদ্ধি পেলে এটি বেড়ে হবে ৬ কোটি টাকা৷ তবে বার্ষিক সুদের হারে পরিবর্তন হলে টাকার হিসেবেও পরিবর্তন হবে। এছাড়া, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য অবসর নেওয়ার আগে কোনও টাকা তোলা যাবে না।
