TRENDING:

সময় পেরিয়ে যাওয়ার পরও ট্যাক্স রিফান্ড পাননি? চিন্তা ছাড়ুন, দেখে নিন কী করতে হবে

Last Updated:

যদি সব কিছু ঠিক থাকে তবে ই-ফাইলিং পোর্টালে গিয়ে রিফান্ডের জন্য আবেদন করা যেতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আয়কর বিভাগ ২০২২-২৩ বছরের জন্য রিফান্ড পাঠাতে শুরু করে দিয়েছে। যে সমস্ত করদাতারা জুলাই মাসের শুরুতে তাদের আয়কর রিটার্ন ফাইল করেছেন তাঁরা রিটার্ন পেতে শুরু করেছেন।
advertisement

আয়কর বিভাগ সাধারণত ২৫ দিন থেকে ৬০ দিনের মধ্যে রিফান্ড প্রক্রিয়া শুরু করে দেয়। যদি ৬০ দিনের মধ্যে রিফান্ড না আসে তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই। আয়কর বিভাগে রিফান্ডের জন্য পুনরায় অনুরোধ করা যেতে পারে। রিফান্ড আসার আগে একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বৈধ কি না তা যাচাই করে নেওয়া উচিত। যদি সব কিছু ঠিক থাকে তবে ই-ফাইলিং পোর্টালে গিয়ে রিফান্ডের জন্য আবেদন করা যেতে পারে।

advertisement

সার্ভিস রিকোয়েস্ট করার আগে এই বিষয়টি যাচাই করে নিতে হবে-

যদি কোনও ব্যক্তি রিফান্ড রি-ইস্যুর জন্য অনুরোধ করতে চান তবে তাঁকে প্রথমে টিআইএন-এনএসডিএল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে তাঁর রিফান্ড রিজেক্টেড দেখাচ্ছে কি না। রিফান্ড ট্র্যাক করে এই বিষয়টি নিশ্চিত করা যায়। যদি রিফান্ড স্ট্যাটাস না দেখায় বা রিফান্ড রিজেক্ট করার কারণ ই-ফাইলিং ওয়েবসাইটে দেওয়া না থাকে তবে রিফান্ডের জন্য পুনরায় আবেদন করা যেতে পারে। এই পরিস্থিতিতে ই-ফাইলিং পোর্টালে গিয়ে ই-নিবারণ ট্যাবের মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করা যেতে পারে।

advertisement

রিফান্ড রি-ইস্যুর জন্য কীভাবে আবেদন করতে হবে?

সবচেয়ে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে https://www.incometaxindiaefiling.gov.in/ যেতে হবে।

‘মাই অ্যাকাউন্ট’ মেনুতে ক্লিক করে ‘সার্ভিস রিকোয়েস্ট’ লিঙ্কে ক্লিক করতে হবে।

‘নিউ রিকোয়েস্টের’ ধরন বেছে নিতে হবে। ‘রিফান্ড রি-ইস্যু’ হিসেবে ‘রিকোয়েস্ট ক্যাটাগরি’ নির্বাচন করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

এর পরের পেজে প্যান, রিটার্নের ধনণ, অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যালনোলেজমেন্ট নম্বর, যোগাযোগের রেফারেন্স নম্বর এবং রিটার্ন রিজেক্ট হওয়ার কারণ দেখাবে।

advertisement

আরও পড়ুন: পেরিয়ে গিয়েছে ITR দাখিলের শেষ দিন; সময়ের মধ্যে জমা না-করে থাকলে কিন্তু জুটবে ‘শাস্তি’!

এখন ‘রেসপন্স’ লেখা সারিতে ‘সাবমিট হাইপারলিংক’-এ ক্লিক করতে হবে। এখানে প্রি ভেলিডেট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির তথ্য আসবে।এই পেজে এনাবেল করা ইভিসি-ও দেখাবে।

যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড এলে ভাল হয় তা ক্লিক করে কান্টিনিউ করতে হবে।

advertisement

সমস্ত তথ্য সঠিক হওয়ার পর ওকে ক্লিক করতে হবে। এর পর ডায়ালগ বক্সে ই-ভেরিফিকেশনের বিকল্পগুলি আসবে। ই-ভেরিফিকেশনের জন্য উপযুক্ত মোড নির্বাচন করতে হবে। রিকোয়েস্ট জমা দিতে ইলেক্ট্রনিক ভেরিফিকেশন কোড (EVC)/Aadhaar OTP জেনারেট করে যথাস্থানে প্রদান করতে হবে।

আরও পড়ুন: আইটিআর জমার সময় ক্রিপ্টোকারেন্সি থেকে হওয়া লাভের কথা উল্লেখ করতে ভুলে গিয়েছেন? শুনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্ক্রিনে একটি ‘সাকসেস’ মেসেজ আসবে অর্থাৎ রিফান্ড রি-ইস্যু রিকোয়েস্ট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সময় পেরিয়ে যাওয়ার পরও ট্যাক্স রিফান্ড পাননি? চিন্তা ছাড়ুন, দেখে নিন কী করতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল